২৮ দিন নয় বদলে মাত্র ১০ দিন ব্যাংক খোলা থাকবে ফেব্রুয়ারি মাসে, জানুন কেন এই নিয়ম আনলো RBI

১দিন ব্যাংক (Bank) বন্ধ থাকলেই হিড়িক পড়ে যায় ব্যাংক গ্রাহকদের মধ্যে। তার উপরে আবার ২৮ দিনের বদলে মাত্র ১০দিন ব্যাংক খোলা থাকবে ফেব্রুয়ারি মাসে। কিন্তু কেন এমন নিয়ম চালু করলো RBI (Reserve Bank of India)? এতে তো প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে পড়তে হবে ব্যাংক গ্রাহকদের, আবার ৩০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, এই ২দিন আবার ব্যাংক ধর্মঘট। আর একথা কি জানে না RBI? জেনে নিন বিস্তারিত কেন ফেব্রুয়ারি মাসে মাত্র ১০ দিন ব্যাংক খোলা থাকবে।

 

ব্যাংক বন্ধ থাকার কথা RBI একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ওয়েবসাইটে (website) জানিয়েছে। যাতে করে ব্যাংক গ্রাহকদের কোনরকম কোন সমস্যার মধ্যে পড়তে না হয়। তবে পরের মাসে অর্থাৎ মার্চ (March) থেকে ব্যাংক আবার সরকারি নিয়ম অনুযায়ী খোলা থাকবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank holiday list 2023

যে কারণে ফেব্রুয়ারি মাসে মাত্র ১০দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে RBI– আসলে ফেব্রুয়ারি মাসে অন্যান্য যে কোন মাসের থেকেও তুলনামূলক ভাবে সরকারি ছুটি বেশি পড়ে গিয়েছে, তাই ছুটির কারণে সমস্ত সরকারী ব্যাংক গুলো ফেব্রুয়ারী মাসে মাত্র ১০ দিন খোলা থাকবে।

 

এই দিন গুলোতে ব্যাংক বন্ধ থাকবে (Bank Holiday list, February 2023)

১) 5 ফেব্রুয়ারী 2023- ভারত জুড়ে ব্যাঙ্কগুলি রবিবার থাকার কারণে বন্ধ থাকবে

২) 11 ফেব্রুয়ারী 2023 – সারাদেশের ব্যাঙ্কগুলি দ্বিতীয় শনিবারের কারণে বন্ধ থাকবে।

৩) 12 ফেব্রুয়ারি 2023 – ভারত জুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে রবিবার থাকার কারণ।

৪) 15 ফেব্রুয়ারি 2023- লুই-এনগাই-নি এর কারণে ইম্ফলের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৫) 18 ফেব্রুয়ারি 2023 – মহাশিবরাত্রির কারণে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউতে সহ মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরম এসব জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।

৬) ফেব্রুয়ারী 19, 2023 – রবিবারের কারণে ভারত জুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

৭) 20 ফেব্রুয়ারি, 2023- রাষ্ট্র দিবসের কারণে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৮) 21 ফেব্রুয়ারি, 2023- লোসারের কারণে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৯) ফেব্রুয়ারী 25, 2023 – চতুর্থ শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১০) 26 ফেব্রুয়ারি, 2023 – রবিবারের কারণে ভারত জুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে

উল্লেখ, ফেব্রুয়ারি মাসে এই দিন গুলোতে ব্যাংক বন্ধ থাকলেও Online এর মাধ্যমে আপনি সম্পূর্ণ ব্যাংকিং পরিষেবার লাভ উঠাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment