Monday, October 14, 2024

বাড়িতে নগদ কতো টাকা রাখা যায় জানেন? এর বেশি টাকা রাখলেই কপালে কষ্ট আছে! নতুন নিয়ম

দেশে ভিজিটার লেনদেন বেড়েছে। তাই এখন মানুষ কাউকে নগদ অর্থ দেওয়ার বদলে ভিজিটার লেনদেনের মাধ্যমেই টাকা পেমেন্ট (Online payment) করে থাকেন। আবার কেউ কেউ এই ভিজিটার লেনদেন’কে এখনো আপন করে নিতে পারেননি, ফলস্বরূপ তাঁরা এখনো কাগজের নোটের মাধ্যমেই লেনদেন কিংবা ঘরে নগদ পরিমাণে অর্থ রাখছেন। তবে আপনি কি জানেন ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (income tax department) নিয়ম অনুসারে ঠিক কতো টাকা আপনি নগদ বাড়িতে রাখতে পারেন কিংবা লেনদেন করতে পারেন? এর বেশি টাকা বাড়িতে কিংবা লেনদেন করলে কিন্তু বিপদে পড়তে হবে আপনাকে।

 

আপনি হয়তো জানেন যে, আপনার সমস্ত অর্থ বা আপনি কি পরিমাণ টাকা উপার্জন করেন এর সমস্ত কিছুর হিসেব রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে। এবং আপনার সম্পত্তির উপরে ভিত্তি করে আপনার থেকে ট্যাক্স আদায় করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তাই আপনি যদি ব্যাংকে টাকা রাখার বদলে বাড়িতে নগদ অর্থ রাখেন কিংবা অনেক টাকার নগদ লেনদেন করেন, এর জন্য আপনাকে জরিমানা করা হতে পারে অথবা জব্দ করা হতে পারে আপনার বিষয় সম্পত্তি।

 

জেনে নিন বাড়িতে সর্বোচ্চ কতো টাকা পর্যন্ত নগদ রাখার নিয়ম রয়েছে এবং নগদ অর্থ লেনদেনের জরিমানার কিছু বিষয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Nirmala sitharaman

১) একজন ব্যক্তি বাড়িতে কেবল ২০ লক্ষ টাকা পর্যন্ত নগদ রাখছে পারবেন। বা এক বছরে ২০ লক্ষ টাকা পর্যন্ত করো সাথে নগদ লেনদেন করলে সেটাকে বেআইনি লেনদেন হিসেবে ধরা হবে। যদি সেই লেনদেনের হিসেব সরকারের কাছে না থাকে তবে।

) সিবিডিটি (CBDT) নিয়ম অনুসারে, ব্যাংক থেকে একবারে ৫০,০০০ টাকার বেশি জমা বা তোলার জন্য প্যান নম্বরের প্রয়োজন হয়। এবং যদি কোনও ব্যক্তি বছরে ২০ লক্ষ টাকা পর্যন্ত নগদ জমা করেন, তবে এর জন্য তাকে প্যান এবং আধার সম্পর্কে তথ্য দিতে হবে। তবে এক্ষেত্রে PAN এবং আধার বিবরণ প্রদান করতে ব্যর্থ হলে ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তাকে।

) ট্যাক্স ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী, ২ লক্ষ টাকা দিয়ে আপনি কোন পণ্য নগদে কিনতে পারবেন না। যদি কিনতেই হয় তবে এর জন্য আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের অনুলিপি প্রয়োজন পড়বে

) আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবীদের কাছ থেকে একদিনে ২ লক্ষ টাকার বেশি কখনো নগদ পরিমাণে অর্থ নেওয়া যাবে না। এই লেনদেন করতে হবে ব্যাংকের মাধ্যমে। নয়তো জরিমানা করা হবে আপনাকে।

আপনার জন্য
WhatsApp Logo