Saturday, October 26, 2024

মাত্র পাঁচ বছরের জন্য টাকা রাখলেই ফেরত পাবেন ১৪ লাখ টাকার বেশি! জানুন কিভাবে সম্ভব এই অসম্ভব

আমাদের প্রত্যেকেরই বর্তমান সময়টা কোনো রকম ভাবে বা ভালো ভাবে চলে গেলেও, ভবিষ্যতে আমাদের কি হবে বা বৃদ্ধ বয়সে আমাদের কিভাবে চলবে তা সবারই অজানা। তার ওপর বৃদ্ধ বয়সে কারোর-ই সেই ক্ষমতাও থাকে না যার মাধ্যমে রোজগার করে নিজেদের অবস্থাটা ভালো রাখবে। তাই অনেকেই বৃদ্ধ বয়সে এসে যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয় বা, তার জন্য কোনো একটি ভালো জায়গায় টাকা সঞ্চয় করে রাখতে চান। ভারতীয় পোস্ট অফিস প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করেই পোস্ট অফিসে বিভিন্ন রকম স্কিম চালু করেছে। পোস্ট অফিসের এই সমস্ত লাভদায়ক স্কিমের মধ্যে একটি হচ্ছে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম (Post Office Senior Citizen Scheme), যেখানে কিছু টাকা রাখলে ৫ বছরেই ১৪,২৮,৯৬৮ টাকা ফেরত পাওয়া যায়।।

 

Post Office Senior Citizen Scheme-কী?

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম হচ্ছে এমন একটি স্কিম, যেখানে ভারতের প্রবীণ নাগরিকরা শুধুমাত্র ৬০ মাসের জন্য বা পাঁচ বছরের জন্য যদি টাকা বিনিয়োগ করেন তাহলে,সেই স্কিম থেকে তারা প্রচুর পরিমাণে টাকা সুদ হিসেবে পেয়ে থাকেন। এই স্কিমের সবচাইতে বড় সুবিধা হচ্ছে, এখানে যারা টাকা বিনিয়োগ করেন, তারা বিনিয়োগ করা টাকার উপর ৭.৪ শতাংশ চক্রবৃদ্ধি সুদ পেয়ে থাকেন। যার ফলে এখানে বিনিয়োগ করা টাকা খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে সুর দিয়ে থাকে।।

Indian Post office

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পোস্ট অফিস টিমের কিছু সুবিধা :-

প্রথমত– আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন।

দ্বিতীয়ত– আপনি আপনার বিনিয়োগ করা টাকার উপর এখানে ৭.৪ শতাংশ চক্রবৃদ্ধি সুদ পাবেন। ফলে আপনি এখান থেকে যে সুদ পাবেন তার পরিমাণ অনেক বেশি হবে।

তৃতীয়ত– আপনাকে এখানে শুধুমাত্র ৬০ মাসের জন্য টাকা রাখতে হবে। ৬০ মাস পূরণ হয়ে গেলেই আপনি এখান থেকে সুদ + আসল ফেরত পাবেন।।

চতুর্থত– যদি আপনি এই স্কিমে বেশি সময়ের জন্য টাকা রাখতে চান,তাহলে আপনি সেটাও করতে পারেন। আপনি চাইলে পাঁচ বছর শেষ হওয়ার পর আরও তিন বছরের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন।।

 

কিভাবে শুধুমাত্র ৫ বছরের ১৪ লাখ টাকার বেশি পাবেন?

পোস্ট অফিসের এই স্কিম থেকে পাঁচ বছরে ১৪,২৮,৯৬৮ টাকার বেশি ফেরত পাওয়ার জন্য আপনাকে এককালীন ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আপনার এই টাকায় বার্ষিক ৭.৪ শতাংশ চক্রবৃদ্ধি সুদ পাবেন। এই ভাবে পাঁচ বছরে ১০ লক্ষ টাকার উপর ৭.৪% চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পাওয়ার ফলে, দশ লক্ষ টাকা পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৪,২৮,৯৬৮ টাকা। ফলে যখন এই স্কিমের মেয়ার পূর্ণ হবে, তখন আপনি এখান থেকে ৪,২৮,৯৬৮ টাকা শুধুমাত্র সুদ হিসাবেই পাবেন।। তাই যদি আপনি এই স্কিমে টাকা বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকে,ন তাহলে আপনি আপনার নিকটবর্তী যে-কোনো পোস্ট অফিসের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।।।

আপনার জন্য
WhatsApp Logo