Tuesday, October 15, 2024

কন্যা সন্তান থাকলেই পাবেন ১১ হাজার টাকা! কিভাবে পাবেন চটজলদি জেনে নিন

বতর্মানে ভারতে এমন একটি স্ক্রিন রয়েছে,যেখানে ১৮ বছরের নিচে যেকোনো কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর,কোনরকম ঝামেলা ছাড়াই ১১,০০০ টাকা পাবে।। যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে যার বয়স ১৮ বছরের নিচে, তাহলে আপনি বা আপনার সন্তানও এই বিশেষ স্কিমের সুবিধার নিতে পারবেন।। আপনার সন্তান কী করে এই ১১ হাজার টাকা পাবে,জানতে বিস্তারিত পড়ুন।।

 

বর্তমানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ভারতীয় নাগরিকদের বিভিন্ন রকম সুবিধা দেওয়ার মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকে। কেন্দ্র বা রাজ্য সরকারের সেই সমস্ত যোজনা বা স্কিমের মধ্যে এটি একটি। তবে এই স্কিমটি হল শুধুমাত্র মহিলা নাগরিক বা কন্যা সন্তানদের জন্য।। সরকারের এই স্কিমের নাম Genex Child Project. জেনেক্স চাইল্ড প্রজেক্ট যোজনা বা স্কিমের মাধ্যমে, Genex- কারোর কন্যা সন্তান জন্মানোর পরেই তার নামে এই টাকা জমা করবে। যখন সেই কন্যা সন্তানের বয়স ১৮ বছর হবে বা সে পূর্ণ বয়স্কের হবে, তখন সে বা তাঁর পরিবার সেই টাকাটা পাবে। এবং চাইলে, যে টাকাটা পাবে, সে টাকাটা তুলে নিয়ে নিজের মতো তাঁর পড়াশোনার কাজে বা অন্যান্য যে-কোনো কাজে তা ব্যবহার করতে পারবে।।

SBI bank

আপনার সন্তান কি করে ১১,০০০ টাকা পাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জেনেক্স চাইল্ড প্রজেক্ট থেকে ১১ হাজার টাকা পাওয়া খুবই সহজ। কারো কন্যা সন্তান জন্মানোর পরে জেনেক্স প্রজেক্টের মাধ্যমে সঙ্গে সঙ্গেই তার নামে ১১ হাজার টাকা জমা করে দেওয়া হবে। এবং যখন সেই কন্যা সন্তানের ১৮ বছর পূর্ণ হবে, তখন সে বা তার মাতা পিতা সেই ১১,০০০ টাকা তুলে নিতে পারবেন।।

 

১১,০০০ টাকা পাওয়ার জন্য কী করতে হবে?

জেনেক্স চাইল্ড প্রজেক্ট থেকে ১১ হাজার টাকা পাওয়ার জন্য আপনাদের সবার প্রথমে কন্যা সন্তান জন্মানোর পর বা ১৮ বছরের নিচে আপনার কোনো কন্যা সন্তানের নামে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য সবার প্রথমে আপনাদের (https://www.genexchild.com)

ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইট ভিজিট করার পর আপনাদের Register অপশনে ক্লিক করে, সন্তানের মায়ের সব তথ্য দিয়ে Next Option-এ ক্লিক করতে হবে। এরপর যে সমস্ত ধাপ আসবে সে সমস্ত ধাপ একটা একটা করে ফলো করে আপনার আবেদন সম্পন্ন করতে হবে।।

মনে রাখবেন এক্ষেত্রে আবেদন করার জন্য আপনাদের বিভিন্ন ধরনের নথিপত্র প্রয়োজন হবে। তাই সে সমস্ত নথিপত্র আবেদন করার সময় কাছে রাখবেন।।

আপনার জন্য
WhatsApp Logo