কেন ATM মেসিনের পিন নম্বর শুধু 4 সংখ্যার? 6 সংখ্যার নয় কেন? জানলে আশ্চর্য হবেন

#অফবিট নিউজ ডেস্কঃ আমাদের সবার এটিএম (ATM) কার্ড রয়েছে। যেই কার্ডের সাহায্য আমরা এটিএম বুথে গিয়ে টাকা তুলে থাকি এটিএম মেশিন থেকে। কিন্তু কখনো কি একটু ভেবে দেখছেন আপনি যখন টাকা তোলার জন্য আপনার এটিএম কার্ডের পিন নম্বর এটিএম মেশিনে এন্টার করেন সেই পিন নম্বর শুধু ৪ সংখ্যার হয় কেন? ৬ সংখ্যার নয়  কেন?

আপনি চাইলেও এটিএম কার্ডের পিন নম্বর ৬ সংখ্যার রাখতে পারবেন না। আপনাকে ৪ সংখ্যার পিন নম্বরই রাখতে হবে। জেনে নিন কেন এটিএম কার্ডের পিন নম্বর শুধু ৪ সংখ্যার হয়ে থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ATM machine

এই হলো কারণঃ

প্রথম এটিএম মেশিন তৈরি হয়েছিল ১৯৬৯ সালে। স্কটল্যান্ডের বিজ্ঞানী জন অ্যাড্রিয়ান শেফার্ড ব্যারন তৈরি করছিলেন প্রথম এটিএম মেশিন। অর্থাৎ automatic tailor machine। এবং তখন তিনি পিন নম্বর ৬ সংখ্যারই রেখেছিলেন। কিন্তু বিজ্ঞানীর স্ত্রী ক্যারোলিন সেই এটিএম কার্ডের ৬ সংখ্যার পিন নম্বর মনে রাখতে পারতেন না। শেষের ২ নম্বর বারবার ভুলে যেতেন তিনি। পরে বিজ্ঞানী অ্যাড্রিয়ান বুজতে পারেন যে একজন মানুষ একবারে কেবল ৪ সংখ্যাই মনে রাখতে পারেন। তাই তিনি এটিএমএর পিন নম্বর ৬ সংখ্যা থেকে ৪ সংখ্যা করে দেন।

তবে এটিএমএর পিন নম্বর ৪ সংখ্যার করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যা হ্যাক করা যেত সহজেই। কিন্তু বিজ্ঞানী অ্যাড্রিয়ান মানুষের পিন নম্বর মনে থাকার সুবিধার্থে ৪ সংখ্যাই রেখে দেন।

#আপনার জন্য বিশেষ খবরঃ প্রতিদিন সকালে ব্রেকফাস্টে কি খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার পছন্দের ডিস কি? জেনে আবাক হবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment