এত টাকায় আধার-এর নাম ঠিকানা হালনাগাদ হয়, আপনার থেকে কি বেশি নিচ্ছে? তাহলে অভিযোগ জানান এভাবে

#নিউজ ডেস্কঃ ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে যে কোন সরকারি কাজে আধার কার্ডের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় আধার কার্ডের নামের বানান ভুল কিংবা তাতে ফোন নম্বর জুড়তে গিয়ে সমস্যার মধ্যে পরতে হয় অনেককে। কিন্তু আপনি যদি আধার কার্ডের নামের বানান ভুল কিংবা তাতে দেওয়া আপনার ভুল ঠিকানা কিংবা আধার কার্ডে ফোন নম্বর যুক্তিকরন না করেন তাহলে আধার কার্ড নিয়ে ভবিষ্যতে সমস্যায় পরতে হতে পারে আপনাকে।

অনেক সময়ই আধার সেন্টার কিংবা যেখানে আধার-এর যাবতীয় কাজ করা হয়, সেই সমস্ত জায়গায় কোনো গ্রাহক আধার কার্ডে তাদের নামের ভুল কিংবা তাতে ফোন নম্বর যুক্ত করতে গেলে তাদের থেকে সরকারীভাবে ধার্য করা টাকার থেকে বেশি টাকা নেওয়া হয়।তাহলে আপনি কি তেমন মানুষের মধ্যে একজন যার থেকেও বেশি টাকা নেওয়া হয়েছে আধারের হালনাগাদ করতে? বা আপনি কি জানেন আধার কার্ড হালনাগাদ করতে কতো টাকা নেয় UIDAI?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড হালনাগাদ করতে যত টাকা নেয় UIDAI:

UIDAI-এর তথ্য অনুযায়ী, আধার কার্ডে আপনার জনসংখ্যা বিবরণ অর্থাৎ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর এবং ইমেল ঠিকানা যুক্তিকরন করতে ৫০ টাকা ধার্য করা হয়। এবং বায়োমেট্রিক আপডেটের জন্য প্রতি আধার কার্ড পিছু ১০০ টাকা চার্জ করা হয়।

কেউ এর থেকেও বেশি নিলে অভিযোগ জানাবেন যেভাবেঃ 

এমন অনেক অসাধু লোক আছে যারা UIDAI-এর নিয়ম অমান্য করে জনসাধারণের থেকে আধার আপডেট সংক্রান্ত বেশি টাকা নিয়ে নিচ্ছেন। এমন ব্যক্তিদের বিরুদ্ধে https://resident.uidai.gov.in/file-complaint এই ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানানো জন্য সুপারিশ করে UIDAI.

#আরো পড়ুনঃ আর ছুটে যেতে হবে না সেন্টারে, এবার WhatsApp এর মাধ্যমেই হবে LIC’র ১১ কাজ, বড় আপডেট দিল সংস্থা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment