Wednesday, October 9, 2024

আপনার কাছে কি দুটি প্যান কার্ড? জানেন জরিমানা কতো? জরিমানার কথা শুনে আঁতকে উঠবেন

আয়কর আইনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভারতীয়র কাছে প্যান কার্ড (PAN card) থাকা অতি আবশ্যক। অন্যদিকে আপনি যদি ভারতীয় আয়কর আইনের নিয়ম অনুযায়ী Tax পে করার যোগ্য না হন তাহলেও আপনার কাছে অবশ্যই একটি প্যান কার্ড থাকতে হবে। এমতাবস্থায় আপনি যদি ১৮ বছরের নিচে হন তাহলে মাইনর প্যান কার্ড (minor PAN card) এবং আপনি যদি ১৮ বছরের উপরে হন তাহলে নর প্যান কার্ড (nor PAN card) থাকাতে হবে আপনার কাছে। যাতে সরকার আপনার আয়ের উপরে নজরদারি করতে পারে। এবং আপনি যাতে Tax ফাঁকি দিতে না পারেন।

কিছুদিন আগেই আয়কর বিভাগ দ্বারা জনসাধারণের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল প্যান কার্ডের সাথে আধার কার্ড (pan-Addhar link) জুড়তে হবে সকলকে। আর না হলে ১০ হাজার টাকা জরিমানা। এবং প্যান-আধার লিঙ্ক করানোর শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। যদিও সেই সময়সীমা পরে বাড়ানো হয়েছে ৩০ জুন পর্যন্ত। এবার আপনি ১ হাজার টাকা ফাইন দিয়ে আপনি আপনার আধার-প্যান লিঙ্ক করাতে পারেন। কিন্তু এই আধার-প্যান লিঙ্কের মাঝেই আসছে আবার একটি গুরুত্বপূর্ণ খবর। আর সেটা হচ্ছে, আপনি কি জানেন আপনার কাছে যদি ২ টি প্যান কার্ড থাকে তাহলে কতো টাকা জরিমানা দিতে হতে পারে আপনাকে?

Pan card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনেকেই tax ফাঁকি দেওয়ার জন্য নিজের নামে ২ টি প্যান কার্ড ইস্যু করে রাখেন। এমনটি যদি আপনিও করে থাকেন কিংবা আপনার কাছ থেকে যদি একের বেশি ২টি প্যান কার্ড পাওয়া যায় তাহলে আপনাকে ভারি জরিমানা করা হতে পারে আয়কর দপ্তর থেকে। এছাড়াও আপনার কাছ থেকে ২টি প্যান কার্ড পাওয়া গেলে জেলও হতে পারে আপনার। জানিয়ে দেই যে, কোন ব্যক্তি যদি নিজের নামে দুটি প্যান কার্ড ইস্যু করে থাকেন তাহলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে আয়কর আইন অনুযায়ী, যদিও এটা ফিক্সড নয় আরো ভারি জরিমানা করা হতে পারে তাকে। এবং সেই সাথে ২ বছরের জেলও হতে পারে তার আয়কর আইন লঙ্ঘন করার জন্য।

আপনার জন্য
WhatsApp Logo