Wednesday, October 9, 2024

Lottery: লটারির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার, ১.৩ বিলিয়ন ডলার জিতলেন ব্যক্তি, কে ইনি?

Man wins $1.3 billion in US Mega Millions lottery

#নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আয়োজিত মেগা মিলিয়ন লটারিতে ১৩৪ কোটি ডলার জিতলেন এক ব্যক্তি। বলা হচ্ছে মেগা মিলিয়ন লটারির ইতিহাসে এটিই নাকি দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারের অংক। মেগা মিলিয়ন লটারির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যে ব্যক্তি এতো বিপুল পরিমাণে অর্থ জিতেছেন তিনি ইলিনয় অঙ্গরাজ্যের (State of Illinois) বাসিন্দা। তবে ওই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি সেবায় তার ঠিকানা ছাড়া।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ১৩৪ কোটি ডলার জিতেছেন ভাগ্যবান ওই বিজেতা। তিনি চাইলে এ বিপুল পরিমাণে অর্থ ২৯ বছর ধরে ইন্সটলমেন্টের (installments) মাধ্যমে কিংবা একেবারেই তুলে নিতে পারেন। কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, শুক্রবার (Friday) ছিল লটারির চলতি সপ্তাহের ফল ঘোষণা করার দিন। 

1/2

We’ve somehow managed to manifest three documentaries getting picked up for distribution in the past six months 🤯

Now help us manifest winning the $1.3 billion Mega Millions lottery to get a piece of the pie 🙃 pic.twitter.com/XWzr2w5u6J

— Doc Side Media (@docsidemedia) July 29, 2022

জানা যাচ্ছে, শুধু ওই ব্যক্তিই নন মেগা মিলিয়ন লটারিতে এর আগেও ২০১৮ সালে সাউথ ক্যারোলিনায় (South Carolina) বিক্রি হওয়া একটি টিকিটে এক ব্যক্তি ১৫৩ কোটি ডলার জিতে নেন। তখন এটিই ছিল মেগা মিলিয়ন লটারির ইতিহাসে সবচেয়ে বড় প্রাইস মানি। তবে এর আগেও ১০১৬ সালে ইতিহাসের সর্বোচ্চ অঙ্কের লটারি জেতেন ৩ বন্ধু। তারা পেয়েছিলেন ৫৭৬ বিলিয়ন ডলার।
আপনার জন্য
WhatsApp Logo