Job: কাজ একাকিত্ব নারীদের সঙ্গ দেওয়া, আর তাতেই মাস গেলে লক্ষ লক্ষ টাকা আয় করেন জাপানি যুবক

Do Nothing Man job explain properly

#নিউজ ডেস্কঃ তেমন কোন খাটুনির কাজ নয়। শুধু মাত্র একাকিত্বে থাকা নারীদের সঙ্গ দিয়েই মাস গেলে লক্ষ লক্ষ টাকা আয় করেন জাপানি যুবক শোজি মরিমোটো (Shoji Morimoto)। আর এ কাজ তিনি করে যাচ্ছেন দীর্ঘ ৪ বছর ধরে। নিজের কলেজ জীবন শেষ করার পরেই এ কাজে নেমেছিলেন শোজি। জানান তিনি নিজেই। এখন একজন সরকারি চাকরি ওয়ালা ব্যক্তির থেকেও বেশি টাকা রোজগার করছেন বলে দাবি তার।

নিজের কাজের বিষয়ে শোজি বলেন, যে সমস্ত নারীদের বোঝার মতোন কেউ নেই। কিংবা বয়ফ্রেন্ড ছেড়ে যাবার কারণে সম্পুর্ন ভেঙে পড়েছেন এমন নারীদের মানসিকভাবে গড়ে তোলার চেষ্টা করেন তিনি। তাদের সঙ্গ দিয়ে তাদের বন্ধুর মতোন উপদেশ দেন। তবে শুধুমাত্র নারীদেরই যে তিনি এমন পরিষেবা দিয়ে থাকেন তা কিন্তু নয়। শোজি বলেন, নারী, পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা, এমনকি সমবয়সীদেরও একাকিত্ব দূর করে থাকেন তিনি। 


শোজি বলেন, এখানকার বেশিরভাগ শহরেই মানুষ দৌড়-ঝাপ করতে ব্যস্ত। তাদের প্রিয়জনের জন্য এতটুকুও সময় নেই তাদের দুঃখ কষ্টের ভাগ নেওয়ার। তাই শোজি তাদের দুঃখ কষ্টের ভাগ নেন। এবং সেই দুঃখ-কষ্ট দূর করার সর্বাত্মক চেষ্টা করেন। শোজি বলেন, কারো দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাইলে যে কেউই তাকে ভাড়া করতে পারেন। এরজন্য তিনি ৭-৮ হাজার টাকা নিয়ে থাকেন প্রতি জনের কাছ থেকে।

জানা গেছে, শোজির এই ব্যবসা বেশ জনপ্রিয় জাপানে। আর যার জন্য মাস গেলে বেশ কয়েক লক্ষ টাকা রোজগার করেন সেখান থেকে। যদিও কেউ কেউ শোজিকে এ  কাজ করার জন্য ডু নথিং ম্যান (Do Nothing Man) বলে ডেকে থাকেন তাকে। তাদের মতে, কারো সাথে কথা বলা, কারো দুঃখ ভাগাভাগি করে নেওয়া এগুলো কাজের মধ্যে পড়ে না।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment