Wednesday, October 9, 2024

Lottery: স্বপ্নে দেখা নম্বরের লটারির টিকিট কেটে প্রায় 2 কোটি টাকা জয় প্রৌঢ়ের, সত্য ঘটনা

The old man won money in the lottery by buying tickets on the dream number

#নিউজ ডেস্কঃ স্বপ্নে দেখা নম্বরের সাথে মিলিয়ে লটারির টিকিট কাটতেই ভাগ্য খুলে গেল আমেরিকার ভার্জিনিয়ায় বসবাসরত আলোনজো কোলম্যান নামক এক প্রৌঢ়ের। লটারিতে আড়াই লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৯৭ লক্ষ ২৬ হাজার টাকা) জিতেছেন তিনি। গত ১১ জুন (Jun) হয়েছিল এ খেলা। এর আগে মাত্র ২ ডলার (ভারতীয় মুদ্রায় ১৫৬ টাকা) দিয়ে টিকিটটি ক্রয় করেছিলেন ওই প্রৌঢ়। আর এভাবে তার ভাগ্যে খুলে যাবে ভাবেননি তিনি।

আনন্দবাজারের খবর অনুযায়ী, লটারির প্রথম পুরস্কারের মূল্য ১০ লক্ষ ডলার (Doller) যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকার মতোন। দ্বিতীয় পুরস্কার ৫ লক্ষ ডলার প্রায় ৪ কোটি টাকা। এরপর তৃতীয় পুরস্কার ছিল, ২.৫ লক্ষ ডলার। প্রায় ২ কোটি টাকার কাছাকাছি যা জিতে নিয়েছেন কোলম্যান। তবে ৩৮ লক্ষ গ্ৰাহকের মধ্যে মাত্র ১ জনই জিতেছিলেন প্রথম পুরস্কার

কোলম্যান জানিয়েছেন, এটা তিনি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছেন না যে, লটারিতে এতো গুলো টাকা কিভাবে জিতলেন। লটারি সংস্থার কর্মীদের কোলম্যান বলেন, এটা বিশ্বাস করা খুবই শক্ত। এখনও মাথায় ঢুকছে না। তাই এ ঘটনাকে নেহাত কাকতালীয় হিসেবেই দেখছেন কোলম্যান। 

জানা গেছে, লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন, মিশিগানের এক ট্রাকচালক।যদিও প্রথমে ওই ট্রাকচালক ভেবেছিলেন, ২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) জিতেছেন তিনি। উল্লেখ্য, লটারিতে ২ কোটি টাকা জেতা কোলম্যানের বয়স প্রকাশ করেনি লটারি সংস্থা।

আপনার জন্য
WhatsApp Logo