Wednesday, September 18, 2024

Job offer: লাগবে না কোন অভিজ্ঞতা, প্রয়োজন নেই কোন সিভির, লোভনীয় বিজ্ঞাপন দিয়েও কর্মী মিলছে না স্পেন ও পর্তুগালে

Staff crisis in Spain and Portugal

#নিউজ ডেস্কঃ লাগবে না কোন অভিজ্ঞতা। এমনকি সিভি (CV) ছাড়াই দেয়া হবে চাকরি। এমন লোভনীয় অফার দিয়েও কাজ করার জন্য কর্মী খুঁজে পাচ্ছে না স্পেন ও পর্তুগালের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ খাতের মালিকরা। এরফলে গ্রীষ্মের ছুটিতে পর্যটকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বহু ব্যবসায়ীদের। শুধু তাই নয়, কাজের জন্য কর্মী খুঁজে না পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকের।

রয়টার্সের খবর অনুযায়ী, গ্রীষ্মের এই ছুটিতে গোটা স্পেনেই এখন পর্যটকদের ভিড়। চারিদিকে রমরমা পরিবেশ। এমনকি স্পেন বাদেও ইউরোপের দেশ পর্তুগালেও ছুটি কাটাতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসুরা। এরফলে দুই দেশের হোটেল ও রেস্তোরাঁ খাতের মালিকদের এখন একই অবস্থা। তারা লাখ টাকার বিজ্ঞাপন (advertisement) দিয়েও কাজের জন্য কর্মী খুঁজতে ব্যর্থ। পর্তুগালের একটি সংবাদপত্রে বলা হয়েছে, এ দুই দেশেই এখন কর্মী সংকট। নানা লোভনীয় বিজ্ঞাপন দিয়েও মিলছে না নতুন লোকবল।

কিন্তু এমনটা কেন হচ্ছে? জানা গেছে, অতিরিক্ত কর্মঘণ্টা আর স্বল্প বেতনের কারণেই চাকরি করতে আগ্রহী নন বেশিরভাগ মানুষ। অন্যদিকে স্পেন ও পর্তুগালে গ্রীষ্মকালীন ছুটির কারণে বহু মানুষ এখন ভ্রমনে ব্যস্ত। আর তাই চাপ বাড়ছে হোটেল ও রেস্তোরাঁখাত গুলোতে।
আপনার জন্য
WhatsApp Logo