সরকার নিয়ে এলো বড়সড় নিয়ম, এবার বন্ধ হচ্ছে ১০ ডিজিটের এই মোবাইল নম্বর! জানুন বিশদে

আজকের দিনে প্রায় সবার কাছেই মোবাইল ফোন রয়েছে। যেই মোবাইল ফোনে সিম কার্ড (Sim card) ঢুকিয়ে আমরা দূর দূরান্তে যে কারো সাথেই ফোনে কথা বলতে পারি। আপনি হয়তো জানেন যে, ভারতে যেসমস্ত টেলিকম সংস্থা গুলো রয়েছে তারা আমাদের ১০ সংখ্যার একটি মোবাইল নম্বর প্রদান করে। তেমনি পৃথিবীতে বাকি দেশ গুলোতেও রয়েছে কারো ১১ সংখ্যার মোবাইল নম্বর আবার ১২ সংখ্যার মোবাইল নম্বর। তবে খবর পাওয়া যাচ্ছে যে, এবার ভারতে ১০ সংখ্যার কিছু মোবাইল নম্বর খুব শীঘ্রই বন্ধ হতে চলছে। আর এতে সমস্যার মধ্যে পড়তে পারে কিছু মানুষ।

 

সরকারের নির্দেশে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ১০ সংখ্যার কিছু মোবাইল নম্বর খুব জলদি বন্ধ করে দিতে যাচ্ছে। আর এতে ক্ষতির সম্মুখীন হতে পারে ভারতের বিভিন্ন টেলিমার্কেটিং সংস্থাগুলি। TRAI জানায় যে, আগামী ৭ দিনের মধ্যে টেলিমার্কেটিং সংস্থাগুলির ১০ সংখ্যার মোবাইল নম্বর গুলো বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এমন সিদ্ধান্ত সরকার তথা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI কেন নিল?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

প্রতারণা: “হ্যা” ঠিকই শুনেছেন, মানুষকে প্রতারণা হাত থেকে বাঁচাতে এমন সিদ্ধান্ত নিয়েছে TRAI। আসলে এসব টেলিমার্কেটিং সংস্থাগুলো এতদিন ১০ সংখ্যার পাবলিক মোবাইল নম্বর ব্যাবহার করে মানুষকে বিভিন্ন লোন কিংবা কেউ প্রতারণা মূলত কল করতো। যেহেতু এসব নম্বর গুলো ছিল পাবলিক নম্বর অর্থাৎ ১০ সংখ্যার মোবাইল নম্বর সেহেতু মানুষ না বুঝে শুনেই কল রিসিভ করে তাদের ফাঁদে ফেসে যেত। তাই TRAI সিদ্ধান্ত নিয়েছে ১০ সংখ্যার মোবাইল নম্বর গুলো আর টেলিমার্কেটিং সংস্থাগুলি ব্যবহার করতে পারবেন না। এমনি এসব নম্বর ব্যবহার করে কাউকে কল ও SMS করা যাবে না। যদি TRAI-এর এই নিয়ম না মানা হয় তাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে এসব সংস্থাগুলি উপরে। এছাড়াও কোন সাধারণ ব্যক্তি যদি ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করে কাউকে প্রতারণামূলক কল কিংবা SMS করে তারও শাস্তি হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment