আর ছুটে যেতে হবে না সেন্টারে, এবার WhatsApp এর মাধ্যমেই হবে LIC’র ১১ কাজ, বড় আপডেট দিল সংস্থা

#নিউজ ডেস্কঃ দেশের বৃহত্তম সরকারি জীবন বিমা সংস্থা LIC এবার তাদের গ্রাহকদের সুবিধার্থে নিজেদের পলিসিতে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে এবার থেকে আর ছোট ছোট কাজের জন্য LIC অফিস কিংবা এজেন্টেদের শরণাপন্ন হতে হবে না আপনাকে। এবার চুটকিতে ঘরে বসে হয়ে যাবে সমস্ত কাজ।

কি কি বড়সড় পরিবর্তন এনেছে LIC? 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গেছে, LIC তাদের গ্রাহকদের সুবিধার্থে একটি গ্রাহক সেবা WhatsApp নম্বর চালু করেছে। যার মাধ্যমে ঘরে বসেই করা যাবে LIC ১১টি কাজ। LIC সেই এর গ্রাহক সেবা WhatsApp নম্বরটি হলো 8976862090

কি কি করতে হবে এর জন্য?

LIC’ র চেয়ারপারসন এমআর কুমার জানিয়েছেন, এই 8976862090 WhatsApp নম্বরটিতে একটি Hi লিখে মেসেজ পাঠাতে হবে। এর মাধ্যমে পলিসি হোল্ডারদের নাম LIC পোর্টাল পলিসিতে নথিভুক্ত হয়ে যাবে। এবং এরপর থেকে গ্রাহকরা ১১ পরিষেবার লাভ উঠাতে পারবেন whatapps এ একটি মেসেজ করেই।

এক নজরে WhatsApp মাধ্যমে LIC এর ১১ সুবিধা

১.প্রিমিয়াম শিশির

২.বোনাসের তথ্য

৩.নিয়ম নীতি

৪.ঋণের যোগ্যতার উদ্ধৃতি

৫.ঋণ পরিশোধের স্ট্যাটাস।

৬.ঋণের সুদ বকেয়া

৭.প্রিমিয়াম শংসাপত্র

৮.ULIF- ইউনিটের বিবৃতি

৯. LIC- পরিষেবা লিঙ্ক

১০.Oft in /opt out পরিষেবা

১১. শেষ কথোপকথন বা End conversation.

সমস্ত তথ্য LIC চেয়াপারসন এমআর কুমার দ্বারা বিবৃতি।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment