প্রতিমাসে ৩,০০০ টাকা ভাতা, রাজ্যের প্রকল্পকে টেক্কা দিয়ে বড় ঘোষণা কেন্দ্রর! এভাবে করুন আবেদন

রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্পের মতোই কেন্দ্র সরকারের একটা বিশেষ আর্থিক প্রকল্প রয়েছে। সেই প্রকল্পে মাসিক ৫০০, ১০০০ টাকা নয়, বরং একেবারে দেওয়া হয় নগদ ৩০০০ টাকা! তাও আবার প্রতিমাসেই। কেন্দ্র সরকারের সেই বিশেষ আর্থিক প্রকল্প সম্পর্কেই জানাবো আজকের এই প্রতিবেদনে।

 

প্রকল্পে নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা (Pradhan Mantri Kisan Mandhan Yojana)।’ দেশের সকল কৃষকদের জন্যেই বিশেষ এই আর্থিক প্রকল্প। দেশের যেসমস্ত কৃষকদের বতর্মান বয়স ১৮ থেকে ৪০ বছর সেই সমস্ত কৃষকরাই এই বিশেষ প্রকল্পের সুবিধা পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

বলতে গেলে এটি একটি সরকারি সেভিংস স্কিম। যেখানে প্রতি মাসে কৃষকদের কিছু পরিমাণ টাকা জমা রাখতে হবে। এরপর যখন সেই কৃষকদের বয়স ৬০ হয়ে যাবে, তখন এই প্রকল্প থেকে সেই কৃষক প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। তবে হ্যাঁ যদি কোনো কারণে কৃষকের মৃত্যু ঘটে, তখন তার পরিবার এই প্রকল্প থেকে প্রতিমাসের দেড় হাজার টাকা করে পেতে থাকবেন।।

এই প্রকল্পে আপনি সর্বনিম্ন মাসিক ৫৫ টাকা এবং সর্বোচ্চ ২১০ টাকা করে জমা রাখতে পারেন। আপনি যত বেশি পরিমাণ টাকা জমা করবেন, আপনাকে ততো কম সময় ধরে টাকা জমা করতে হবে। অন্যান্য রাজ্যসহ পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকদের ২ হেক্টর বা ১৫ বিঘার মতো চাষযোগ্য জমি রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।।

 

কিভাবে আবেদন করবেন? 

যেহেতু এটা একটা সেভিংস স্কিম, সেই কারণে আপনি প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনায় খাতা খোলার জন্য নিজের নিকটবর্তী, যেই ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment