বেতন ২২,৫০০ টাকা! মাধ্যমিক/HS পাশে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ (Bandhan Bank recruitment)। আপনি যদি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্রেজুয়েশন পাশ হয়ে থাকেন তাহলে বন্ধন ব্যাংকে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে আপনার হাতে। যেখানে মাসিক বেতন প্রদান করা হবে ২২,৫০০ টাকা। চলুন আর দেরি না করে কিভাবে বন্ধন ব্যাংকে চাকরির জন্য আবেদন করবেন জেনে নিই।

 

• পদের নাম: এখানে বন্ধন ব্যাংকের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন administration, branch banking, digital banking এবং marketing সহ আরও বিভিন্ন। (marketing পোষ্ট – মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকের জন্য)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক দেওয়া হবে ২২,৫০০ টাকা থেকে। যদিও পদ অনুযায়ী এই বেতন আরো বেশি অথবা কম হতে পারে।

• শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন ডিগ্রী।

 

• বয়সসীমা: এখানে আবেদনকারীদের ন্যূনতম বয়স চাওয়া হয়েছে ১৮ -৪৫ বছর।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরি-প্রার্থীদের প্রার্থীদের এখানে আবেদন করার কোন শেষ তারিখ নেই। আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Bandhan Bank application process

• নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের পর প্রার্থীদের নিয়োগ করা হবে।

• আবেদন মূল্য: এখানে কোন প্রকার কোন আবেদন মূল্য দিতে হবে না।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: ইন্টারভিউ দিয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ।

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment