Saturday, July 27, 2024

যোগ্যতা মাধ্যমিক পাশ! কেন্দ্র সরকারের দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, বেতন ২২,০০০ টাকা

কেন্দ্রীয় সরকারের দপ্তর,  ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং এ ডাটা এন্ট্রি অপারেটর (Data entry operator recruitment) এবং MTS পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ২৪৫টি । ভারত তথা রাজ্যের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা যারা কিনা উচ্চমাধ্যমিক মাধ্যমিক পাশ করেছে তারা এখানে আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে জেনে নিই বিস্তারিত।

 

• পদের নাম: এখানে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এবং MTS

• যোগ্যতা: যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীদের।

• শূন্যপদ সংখ্যা: এখানে Data entry এবং MTS পদ মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ২৫৪ টি ( MTS – ১৪৫ টি এবং DEO – ১০০ টি‌)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• অন্যান্য যোগ্যতা: এখানে যারা আবেদন করবেন তাদের মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

• মাসিক বেতন: এখানে MTS পদের মাসিক বেতন ১৮,৪৮৬/- টাকা এবং Data entry operator পদের মাসিক বেতন ২২,৫১৬/- টাকা দেওয়া হবে।

DEO salary

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের নিচে ‘Apply Now’ অপশনে ক্লিক করে অনলাইনে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি আবেদন করার পূর্বে উক্ত ওয়েবসাইটে নিজেকে প্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি টা অবশ্যই একবার পড়ে নেবেন।

• আবেদনের শেষ তারিখ: ১২ জুন, ২০২৪ তারিখ।

•অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ, বেতন ২২,৫০০ টাকা।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo