2000 টাকা নয়, বাজারে সবচেয়ে বেশি জাল হচ্ছে এই নোট! দেশবাসীকে সতর্ক করলো RBI

২০০০ টাকা নয়, বাজারে সবচেয়ে বেশি জাল রয়েছে অন্য কোনো নোট। যেই কারণে ১,০০০ এবং ৫০০ টাকার নোট বাতিল করা হয়েছিল, সেই ঘটনাই ঘটছে আবার। ইতিমধ্যেই বাজারে প্রায় ২২% জাল নোট ছড়িয়ে পড়েছে। কোন কোন নোট জাল করা হচ্ছে আর আপনারই বা কোন ধরনের নোট থেকে সাবধান থাকা উচিত তা জানতে এই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।।

২০১৬ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হঠাৎ করেই ১,০০০ এবং ৫০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন। এই নোট বাতিল করার পেছনে যুক্তি হিসেবে দেখানো হয়েছিল বাজারে ছড়িয়ে থাকা অতিরিক্ত পরিমাণ কালো টাকা ও জাল টাকা। ১,০০০ এবং ৫০০ টাকার নোট বাতিল করার পর নতুন করে ২,০০০ এবং ৫০০ টাকার নোট চালু করা হয়। কিন্তু সাত বছর চলার পর কিছুদিন আগেই সেই ২,০০০ টাকার নোটও বাতিল বলে ঘোষণা করা হয়। কিন্তু ২,০০০ টাকার নোট বাতিল করা হয়েছে ঠিকই কিন্তু ২০০০ টাকার জাল নোট বাজারে ছিল না। এই মুহূর্তে বাজারে সবচাইতে বেশি জাল নোট রয়েছে ৫০০ টাকার।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 500 rupee note

২,০০০ টাকার নোটের বেশি হয় সাধারণ থেকে ব্যবসায়ী সকলেই বারবার এই নোট যাচাই করে নেন। ফলে ২,০০০ টাকার নকল নোট বাজারে চালানো খুব মুশকিল। তাই কালো টাকার ব্যবসায়ীরা বড়ো নোট ছেড়ে ছোটো নোট নকল করতে শুরু করেছে। বতর্মানে ভারতীয় বাজারের প্রায় ৮% জুড়ে ২০ টাকার নকল নোট ছড়িয়ে পড়েছে। আর সবচেয়ে বেশি রয়েছে ৫০০ টাকার নোট। বতর্মান বাজারের প্রায় ১৪% বেশি ৫০০ টাকার নকল নোট রয়েছে। সাধারণ মানুষের ভয় ছিল যে বাজারে হয়তো ২,০০০ টাকার জাল নোটই সবচেয়ে বেশি রয়েছে। কিন্তু যেখানে ২,০০০ টাকার জাল নোটের সংখ্যা মাত্র ৯,৮০৬, সেখানে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা ৯১,১১০। তাই এখন থেকে যতটা সম্ভব ২০ ও ৫০০ টাকার নোট নেওয়ার সময় সচেতন থাকবেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment