NLC Recruitment: কেন্দ্রীয় দপ্তর NLC এ অ্যাপ্রেন্টিস্ট পদে নিয়োগ, বেতন ১৫,০০০/- টাকা

কেন্দ্রীয় সরকারের দপ্তর NLC তথা Neyveli Lignite Corporation Limited এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি একজন সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের সংস্থাতে চাকরি করতে চান তাহলে এই নিয়োগ সংক্রান্ত প্রতিবেদনটি আপনার জন্য। বিস্তারিত এর প্রতিবেদনে উক্ত পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন করার শেষ তারিখ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য বিস্তারিত আলোচনা করা হবে। তাই আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে তবেই আবেদন করবেন।

পদের নাম এবং শূন্যপদ সংখ্যা:

NCL এর তরফ থেকে এখানে যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে তার নাম হচ্ছে NLC Apprenticeship। এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ১০১০ টি শূন্যপদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: 

উক্ত বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীরা এখানে Trade অনুয়ায়ী Graduate ডিগ্রি যেমন:

• Pharmacy: B.Pharm

• Commerce: B.Com

• Computer Science: B.Sc. (Computer Science)

• Computer Application: B.C.A.

• Business Administration: B.B.A.

• Geology: B.Sc. (Geology)

• Chemistry: B.Sc. (Chemistry)

• Nursing: B.Sc. (Nursing)

• Micro Biology: B.Sc. (Micro Biology)

উক্ত trade অনুয়ায়ী শিক্ষাগত যোগ্যতা গুলো থাকতে হবে এবং NCVT/SCVT অনুমোদিত ITI সার্টিফিকেট।

মাসিক বেতন:

আবেদনকারীদের এখানে ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন ১০,০১৯ টাকা থেকে ১৫,০২৮/- টাকা দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখানে শিক্ষাগত যোগ্যতা নম্বরের ভিত্তিতে merit list জারি করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন পর তাদের নিয়োগ করা হবে।

বয়সসীমা:

অফিসিয়াল বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী আবেদনকারীদের এখানে বয়স হতে হবে ১ এপ্রিল ২০২৫ অনুযায়ী ১৮ বছরের উর্ধ্বে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

আবেদনকারীদের NLC India  এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সেখানে গিয়ে career অপশনে ক্লিক করলেই উক্ত আবেদন লিং চলে আসবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটা পূরন করতে হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: 

• ITI/ডিগ্রী সার্টিফিকেট এবং মার্ক শীট

• জন্ম তারিখের প্রমাণ (জন্ম শংসাপত্র বা SSLC/10 তম মার্ক শীট)

• ট্রান্সফার সার্টিফিকেট (TC)

• কমিউনিটি সার্টিফিকেট (SC/ST/OBC-NCL/EWS, যদি প্রযোজ্য হয়)

• আধার কার্ড

• রেশন কার্ড / ভোটার আইডি

• PwBD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

• প্রাক্তন সেনাদের সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এখানে কিন্ত আবেদন করার শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৫

আবেদন করুন: Apply Now

Download official notification

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment