স্নাতক পাশ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে লক্ষ টাকা বেতনের চাকরি খালি রয়েছে রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে। পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা লাখ টাকা বেতনের চাকরির স্বপ্ন দেখেন,তাদের জন্য আজকের এই বিশেষ চাকরির খবর। নিম্নে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে কর্মী নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
পদের নাম:
শ্যামা প্রসাদ মুখার্জী পোর্টে মূলত তিন ধরনের পদে কর্মী নিয়োগ চলছে। যথা-
১) প্রথমত দুটি শূন্য পদে জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
২) দ্বিতীয়ত দশটি শূন্য পদে প্রশিক্ষণপ্রাপ্ত ডক পাইলট এবং বাকি দুটি পদে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
তিনটি পদের আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে। যথা-
১) জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদের মাসিক ৪৬,১০০ টাকা /-
২) এবং বাকি দুটি পদের মাসিক বেতন রাখা হয়েছে ৫০,০০০/- টাকা থেকে শুরু করে ২,০০,০০০/- টাকা পযর্ন্ত।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উপরে উল্লেখিত তিনটি পদে প্রার্থীরা B.A / B.Sc/ B.Tech-শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেবেন।
বয়সসীমা:
২১ বছর থেকে শুরু করে ৫০ বছর প্রার্থীরা উক্ত পদগুলিতে আবেদন জানাতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া:
উক্ত পদগুলিতে আবেদন কারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন লিঙ্ক : http://smportkolkata.shipping.gov.in/
আবেদনের শেষ তারিখ: মার্চ মাস থেকে শুরু করে আগামী এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।