দেশে এমন অনেক যুবক যুবতী রয়েছেন যারা সরকারি বা বেসরকারি চাকরির দিকে না গিয়ে নিজস্ব ব্যবসা শুরু করে নিজের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চান। কিন্তু নিজস্ব মূলধন না থাকায় ভারতের বহু ব্যবসায়ী ব্যবসায় সফল হতো দূরের কথা, ব্যবসা ঠিকভাবে শুরুই করতে পারেন না। ভারতীয় ব্যবসায়ীদের এই আর্থিক সমস্যা দূর করতেই কেন্দ্র সরকার শুরু করেছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই যোজনায় ব্যবসা শুরু করার জন্য সরকার থেকেই পাওয়া যায় ৫০,০০০ থেকে শুরু করে ২০,০০,০০০ টাকা পর্যন্ত।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় কারা আবেদন করতে পারবে?
যেহেতু দেশের নাগরিকদের ব্যবসার প্রতি উদ্যোগী করে বা ব্যবসায় সফলতা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করা দেশের বেকারত্ব দূরীকরণ এই প্রকল্পের মূখ্য উদ্দেশ্য, সেই কারণে কৃষি,খাদ্য, বস্ত্র, আর্থিক সেবা বা এই সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত এমন যেকোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা জন্য আবেদন জানাতে পারেন।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে কত টাকা পাওয়া যায়?
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আর্থিক সরকারের ক্ষেত্রে চারটি ভাগ রয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আপনি শিশুর ঋণ থেকে ৫০ হাজার ; কিশোর ঋণ থেকে পাঁচ লক্ষ; তরুণ ঋণ থেকে ১০ লক্ষ এবং তরুণ প্লাস ঋণ প্রকল্প থেকে সর্বোচ্চ ২০,০০,০০০/- টাকা পর্যন্ত তুলতে পারবেন।। তাই যদি আপনিও একজন ছোটখাটো ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনার মূলধনের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনিও খুব সহজেই মুদ্রা যোজনার অফিশিয়াল পোর্টাল ভিজিট করে সেখান থেকেই অনলাইনে আবেদন জানাতে পারেন।