ইন্ডিগো এয়ারলাইন্সে ground staff পদে নতুন করে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২১,০০০/- টাকা! জানুন আবেদন পদ্ধতি

শুধুমাত্র স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় ইন্ডিগো এয়ারলাইন্সে (IndiGo Airlines) গ্রাউন্ড স্টাফ (Ground Staff) পদে কর্মী নিয়োগের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরি প্রার্থীরা গ্রাউন্ড স্টাফ হিসেবে ইন্ডিগোর মতো একটি সংস্থায় চাকরি করতে চান, তাদের জন্য আজকের এই চাকরির খবর। নিম্নে গ্রাউন্ড স্টাফ নিয়োগ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় যেমন বয়সসীমা, বেতন এবং আবেদন পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ পদের নামঃ ইন্ডিগো এয়ারলাইন্সে গ্রাউন্ড স্টাফ (Ground Staff) পদে কর্মী নিয়োগ করা হবে

মাসিক বেতনঃ অফিসিয়াল তথ্য অনুযায়ী গ্রাউন্ড স্টাফ হিসেবে ইন্ডিগো এয়ারলাইন্সে আপনার বার্ষিক বেতন হবে ২.৫ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকার মধ্যে।

▪ বয়স সীমাঃ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৭ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম স্নাতক পাস (Graduate) শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তবে স্নাতক পাস সহ যদি আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে থাকেন, তাহলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

 

▪ আবেদন মূল্যঃ উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের কোনো প্রকার আবেদনমূল্য দিতে হবে না।

▪ আবেদনের তারিখঃ আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় সীমা নির্ধারণ করা হয়নি। তাই পারলে দ্রুত আবেদন করুন।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর স্থান,সময়কাল প্রার্থীদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

▪ আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের ইন্ডিগো এয়ারলাইন্সের অবসান পোর্টাল ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-

) প্রথমে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে, ইন্ডিগো এয়ারলাইন্সের পোর্টালে ভিজিট করুন।

) সেখানে ‘Log In’ এর নিচে দিকে ‘Create An Account’ অপশন পাবেন। সেই বাটনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন।

) তৃতীয় ধাপে পুনরায় নিচে থাকা ‘Apply Now’ বাটনে ক্লিক করে পোর্টাল ভিজিট করুন এবং সেখানে লগইন করুন। এরপর আপনি খুব সহজেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

▪ জব লোকেশনঃ গুজরাটের আমেদাবাদ।

• ইন্টারভিউ লোকেশন: Sarovar Portico Rivera, Bhawan’s College Road, Ahmedabad – 380001

• তারিখ এবং সময়: November 11, 2024, Monday, 9:00 AM থেকে 12:00 PM

• সঙ্গে করে যা নিয়ে যেতে হবে: 

Interview venue details

• বিঃদ্রঃ: ইন্টারভিউস্থানে যাওয়ার আগে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে আবেদন করে নিতে হবে প্রার্থীদের।

আবেদন করুন: Apply Now

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment