৮ম শ্রেণী পাশ যোগ্যতা, রাজ্যে জেলা আদালতে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে, গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডে। যদি আপনি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন। নিম্নে গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ Orderly (অর্ডারলি)

• শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা ১ টি ( UR)

▪ বয়স সীমাঃ ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

▪ মাসিক বেতনঃ অর্ডারলি পদে হিসেবে মাসিক ১২,০০০ টাকা বেতন পাবেন।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। এছাড়াও বাংলা, হিন্দি পড়তে এবং লিখতে জানতে হবে।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবেনা। প্রার্থীদের সরাসরি ‘ওয়াক-ইন- ইন্টারভিউ’ এর ভিত্তিতে বাছাই করে করা হবে।

▪ ওয়াক-ইন- ইন্টারভিউ’র তারিখ: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ।

আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-

) সবার প্রথমে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করুন। এরপর

) এরপর আবেদনের পেজে ‘NEXT’ বাটনে ক্লিক করে পেজটা পূরণ করুন.

) সবকিছু পূরণ করে ‘Submit’ করে দিন।

) এরপর আপনার আবেদনের ফর্মটির একটি প্রিন্ট আউট কপি বের করে নিন।

৫) আবেদনের প্রিন্ট আউট কপি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘ওয়াক-ইন- ইন্টারভিউ’ এর দিন সঙ্গে করে নিয়ে যাবেন।

▪ আবেদনের শেষ তারিখঃ অক্টোবর মাসের ৩০ তারিখ পযর্ন্ত আবেদন করা যাবে।

• ওয়াক-ইন- ইন্টারভিউ’র তে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে: 

) age proof (Madhyamik admit card/ secondary examination admit card)

) residential proof ( voter card/aadhar card অথবা যে কোন।

) educational qualification certificate (VIII)

) 2 passport size current photo

) এছাড়াও সঙ্গে করে অনলাইন এপ্লিকেশন ফিলাপ করা ফরমটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

• আবেদন করুন: Apply Now

Download official notification

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment