কেন্দ্রীয় সংস্থা ‘Yantra India Limited’র অফিসিয়াল ওয়েব সাইটে সম্প্রতি এক সংক্ষিপ্ত বিভক্তি প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে যে, এবার ৪০০০ এর বেশি সংখ্যক শূন্য পদে তারা শুধুমাত্র মাধ্যমিক পাস এবং ITI পাশ যোগ্যতায় ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে। অন্যান্য রাজ্য সহ পশ্চিমবঙ্গেও এই সংস্থার বিভিন্ন দপ্তর রয়েছে। তাই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কাছে ভালো সুযোগ রয়েছে এখানে আবেদন করে নিজের রাজ্যেই চাকরি পাওয়ার। নিম্নে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত উল্লেখ করা হলো।
▪ পদের নামঃ Yantra India লিমিটেডে Non ITI এবং ITI অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ শূন্যপদ সংখ্যাঃ Non ITI ট্রেডে ১৪৬৩ জন এবং ITI ট্রেডে ২৫৭৫ জন,এই নিয়ে মোট ৪০৩৯জনের বেশি ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ বয়সসীমাঃ SC/ST/ OBC সহ ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারেন।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে Non ITI ট্রেডে আবেদন করার জন্য মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে অন্ততপক্ষে ৪০ নম্বর পেতে হবে। অন্যদিকে যারা আইটিআই ট্রেডে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীর মাধ্যমিক এবং আইটিআই উভয় ক্ষেত্রেই অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
▪ আবেদনমূল্যঃ SC/ST/PWD মহিলা প্রার্থীদের ১০০ টাকা এবং বাকিদের ২০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।
▪ আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৪।
▪ আবেদন প্রক্রিয়াঃ
১) আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া Apply now অপশন এ ক্লিক করতে হবে।
২) এরপর News registration অপশনে ক্লিক করে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৩) এরপর ID এব password সংগ্রহ করে উক্ত পোর্টাল থেকে login অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে দিতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া: এখানে আবেদনকারীদের merit list এর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। বাকি তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।
• আবেদন মূল্য:
• ST/SC/PWD – 100/- টাকা।
• general/OBC – 200/- টাকা।
• আবেদন করুন: Apply Now