চাকরি-প্রার্থীদের জন্য সুখবর, মাধ্যমিক পাশ যোগ্যতা IRCTC (Indian Railways Catering and Tourism Corporation) এর পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বিনামূল্যে ট্রেনিং চলাকালীন মিলবে মাসিক স্টাইপেন। শুধু তাই নয় জব লোকেশন হতে যাচ্ছে কলকাতা। তাই আপনি যদি IRCTC তে বিনামূল্যে ট্রেনিং নিতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
• পদের নাম: এখানে IRCTC এর উক্ত পদের নামটি হচ্ছে অ্যাপ্রেন্টিস।
• মোট শূন্যপদ সংখ্যা: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১২ টির মধ্যে।
• মাসিক বেতন: যারা এখানে ট্রেনিং পাবেন তাদের প্রতিমাসে মাসিক স্টাইপেন বাবদ ৬,০০০/- টাকা থেকে ৭,০০০/- টাকা দেওয়া হবে IRCTC এর পক্ষ থেকে।
• শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং COPA ট্রেডে NCVT/SCVT অনুমোদিত ITI সার্টিফিকেট আছে তারাই এখানে কেবলমাত্র আবেদন করতে পারবেন।
বয়সসীমা: এখানে বয়সের ব্যাপারে বলা হয়েছে ১৫ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা। এছাড়াও ST/SC/OBC প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
•নিয়োগ স্থান: কলকাতা লোকেশন।
• ট্রেনিং এর সময়সীমা: ১ বছর।
• নিয়োগ পদ্ধতি: আবেদনকারীদের এখানে মাধ্যমিক পাশের নাম্বারের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর পরবর্তী ধাপ পূরন করা হবে IRCTC এর তরফ থেকে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে এরপর registration প্রসেস সম্পূর্ণ করে IRCTC এর উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।
•আবেদন করার শেষ তারিখ: ৫ নভেম্বর ২০২৪ তারিখ।
• আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ: IRCTC এর উক্ত পদে যারা আবেদন করবেন এরপর পরবর্তী আপডেটের জন্য IRCTC এর এই বিশেষ পেজে নজর রাখুন ( CLICK HERE)