মাসিক ২৬,০০০/- টাকা বেতনের চাকরি, ICICI ব্যাংকে অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ! জব লোকেশন কলকাতা

চাকরি-প্রার্থীদের জন্য ফের একবার খুশির খবর নিয়ে আজ রয়েছি আমরা। এবার দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক তথা ICICI ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতন ২৬,০০০/- টাকা প্রতিমাসে দেওয়া হবে। তাই আপনি যদি প্রাইভেট সেক্টরের ব্যাংকে চাকরি করতে চান তাহলে জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম: এখানে ICICI ব্যাংকের উক্ত পদের নামটি হচ্ছে phone banking officer.

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবে না তাদের প্রতি মাসে ২৬,০০০/- টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: উক্ত এই পদে প্রার্থীরা ২১ থেকে ৫৮ বছর হলেই আবেদন করতে পারবেন।

• জব লোকেশন – আবেদনকারীরা যে শহর থেকে আবেদন করবেন অর্থাৎ কলকাতা, মুম্বাই, দিল্লি অথবা ব্যাঙ্গালুরু।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে। এরপর উক্ত পেজে গিয়ে নিজেকে সেখানে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর ICICI এর উক্ত জবের জন্য আবেদন ফরমটি পূরণ করে দিতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে প্রথমে আবেদনকারীদের CV শর্টলিস্ট করা হবে এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে চাকরিতে‌।

•আবেদন করুন: Apply Now

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment