Monday, October 14, 2024

মাসিক ২৬,০০০/- টাকা বেতনের চাকরি, ICICI ব্যাংকে অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ! জব লোকেশন কলকাতা

চাকরি-প্রার্থীদের জন্য ফের একবার খুশির খবর নিয়ে আজ রয়েছি আমরা। এবার দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক তথা ICICI ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতন ২৬,০০০/- টাকা প্রতিমাসে দেওয়া হবে। তাই আপনি যদি প্রাইভেট সেক্টরের ব্যাংকে চাকরি করতে চান তাহলে জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

 

 

পদের নাম: এখানে ICICI ব্যাংকের উক্ত পদের নামটি হচ্ছে phone banking officer.

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবে না তাদের প্রতি মাসে ২৬,০০০/- টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: উক্ত এই পদে প্রার্থীরা ২১ থেকে ৫৮ বছর হলেই আবেদন করতে পারবেন।

• জব লোকেশন – আবেদনকারীরা যে শহর থেকে আবেদন করবেন অর্থাৎ কলকাতা, মুম্বাই, দিল্লি অথবা ব্যাঙ্গালুরু।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে। এরপর উক্ত পেজে গিয়ে নিজেকে সেখানে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর ICICI এর উক্ত জবের জন্য আবেদন ফরমটি পূরণ করে দিতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে প্রথমে আবেদনকারীদের CV শর্টলিস্ট করা হবে এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে চাকরিতে‌।

•আবেদন করুন: Apply Now

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo