মাধ্যমিক পাশ যোগ্যতা, এলাহাবাদ হাইকোর্টে ৩৩০৬ টি শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ! বেতন ২০,০০০/- টাকা

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য একটি আনন্দ সংবাদ নিয়ে এসেছি আমরা। সম্প্রতি এলাবাদ হাইকোর্ট ( Allahabad High court recruitment 2024) তরফ থেকে প্রচুর পরিমাণে শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্রেজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। আপনি যদি আগ্রহী থাকেন শেষ করলে কোন প্রতিবেদনটি।

 

• পদের নাম: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) Stenographer Grade-III

২) Junior Assistan

৩) Drivers (Driver

৪) Process Server

৫) Orderly/ Peon/ Office Peon/ Farrash

৬)Chowkidar/ Waterman/Sweeper/Mali/Coolie/ Bhisti/Liftman

৭) Sweeper-cum-Farrash

শূন্যপদ: সমস্ত পদ মিলে এখানে শূন্যপদ সংখ্যা হচ্ছে ৩৩০৬ টি।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে বিভিন্ন পদে ৮ম শ্রেণী পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

Allahabad High court post

মাসিক বেতন: উক্ত পদ গুলোতে মাসিক বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: ১/০৭/২০২৪ অনুযায়ী এখানে ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

• নিয়োগ স্থান: এলাহাবাদ হাইকোর্ট।

• নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবার পর এলাহাবাদ হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।

• আবেদন শুরু: ৪/১০/২০২৪ তারিখ থেকে‌।

Download official notification

আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment