৮ম শ্রেণী পাশ যোগ্যতা, রাজ্যে হোম গার্ড নিয়োগ প্রচুর কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের অধীনে যেমন সিভিক ভলেন্টিয়ার কাজ করে ;ঠিক একইভাবে বিশেষ সময়ে রাজ্য সরকার রাজ্য পুলিশের অধীনে হোমগার্ড নিয়োগ করে থাকে। এবার বহু দিন পর রাজ্যে ফের একবার হোম গার্ড নিয়োগের খবর শোনা যাচ্ছে। অনুমান করা হচ্ছে রাজ্যের প্রতিটি জেলাতেই হোম গার্ড নিয়োগ করা হবে। এই সম্পর্কে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো।

 

▪ কেন নিয়োগ করা হচ্ছে? রাজ্যে বিশেষ কোন সময় উপস্থিত হলে, যখন রাজ্যের পরিস্থিতি রাজ্য পুলিশের একার পক্ষে সামলানো সম্ভব হয় না ; সেই সময় বিশেষ কোনো দায়িত্ব সামলানোর জন্য রাজ্য সরকারের তরফে হোম গার্ড নিয়োগ করা হয়। এবার সামনে দুর্গাপূজা আসছে। এই সময় রাজ্যের বিভিন্ন প্যান্ডেলের এবং রাস্তাঘাট অতিরিক্ত ভিড় সামলানো রাজ্যের পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই রাজ্য পুলিশকে সাহায্য করতে সরকারের তরফে রাজ্যের প্রতিটি জেলাতেই হোম গার্ড নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম এবং শূন্যপদঃ WB Homeguard (হোমগার্ড)

▪ বয়সসীমাঃ ১৮ থেকে ৪০ বছর বয়সী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতনঃ রাজ্যের হোমগার্ডরা দৈনিক মজুরি হিসেবে ৫০০ থেকে ৬০০ টাকা বেতন পেয়ে থাকেন। সেই হিসেবে তাদের মাসিক বেতন হয় ১৫ থেকে ১৮ হাজার টাকা।

 

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস চাকরি প্রার্থীরাও হোমগার্ড পদের জন্য আবেদন করতে পারেন। অষ্টম শ্রেণী পাস সহ উচ্চ শিক্ষিত যেমন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস প্রার্থীরাও এই পদের জন্য আবেদনযোগ্য।

শারীরিক যোগ্যতাঃ যেসমস্ত প্রার্থীরা হোমগার্ড পদের জন্য আবেদন করতে চান তাদের শারীরিক উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার। পুরুষের বুকের মাপ হতে হবে ৭৬ সেন্টিমিটার এবং ওজন হতে হবে নূন্যতম ৫১ কেজি।

 

▪ নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে প্রথমত আবেদনকারী প্রার্থীদের শারীরিক পরীক্ষায় পাশ হতে হয় এবং দ্বিতীয় ধাপে তাদের একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের একটি পার্সোনাল ইন্টারভিউ’র ভিত্তিতে নিয়োগ করা হয়।

 

আবেদন প্রক্রিয়াঃ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে মূলত প্রার্থীদের অফলাইন আবেদন করতে হয়। এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা যে থানার অন্তর্গত এলাকায় বসবাস করেন প্রার্থীকে সেই থানায় গিয়ে অফলাইনে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এবং সেটা সেই নির্দিষ্ট থানাতেই জমা করতে হবে।

• আবেদন পদ্ধতি: এ বিষয় নিকটবর্তী থানা থেকে যোগাযোগ করুন

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর নিয়োগ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment