মাসিক ২৪,০০০/- টাকা বেতন, কলকাতা দমদম এয়ারপোর্টে প্রচুর কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

চাকরি-প্রার্থীদের জন্য বিরাট বড় খুশির খবর। সম্প্রতি Airport authority of India এর তরফ থেকে কলকাতা দমদম এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই ছেলে-মেয়ে উভয় চাকরি-প্রার্থীরা করতে পারবেন আবেদন। সেই সাথে এখানে মাসিক বেতনও বেশ ভালো পরিমাণে দেয়া হবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা যারা যারা দমদম এয়ারপোর্টে চাকরি করতে চাই শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• পদের নাম: দমদম এয়ারপোর্টে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে;

) Ramp Drive (৩০ টি)

) Handyman (Male) -১১২টি)

• মোট শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ১৪২ টি।

• শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যথাক্রমে;

Ramp Drive : মাধ্যমিক ও সাথে HMV ড্রাইভিং লাইসেন্স।

Post qualification 1

Handyman (Male): – শুধুমাত্র মাধ্যমিক পাস ও লোকাল ভাষা জানতে হবে।

First qualification - 2

 

• মাসিক বেতন: প্রার্থীদের এখানে মাসিক বেতন Ramp Drive পদের জন্য ২৪,৯৬০/- টাকা এবং Handyman (Male) পদের জন্য ২২,৫৩০/- টাকা দেওয়া হবে।

• বয়সসীমা: উক্ত দুটি পদেই আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৮ বছর হলেই আবেদন করতে পারবেন। সাথে ST/SC/OBC প্রার্থীদের ৫ বছরের বয়সের ছাড় দেয়া হবে।

• নিয়োগ প্রক্রিয়া: যারা দমদম এয়ারপোর্ট উক্ত পদের জন্য আবেদন করবেন তাদের আবেদনের পর শর্টলিস্ট প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: যারা এখানে আবেদন করতে চান তাদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন করতে পারবেন।

• আবেদন মূল্য: 

• ST/SC/ – Free/-

• General/OBC – 500/- টাকা।

• উক্ত আবেদন মূল্য নিচে দেওয়া Account number এ পাঠাতে হবে।

Application fees transfer details

• আবেদন করার শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৪।

•আবেদন করুন: Apply Now

Download official notification

আরও পড়ুন: ৪১,০০০/- টাকা মাসিক বেতন Vodafone-Idea তে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment