যদি আপনি বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর, আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট এবং গ্রাজুয়েট সহ অন্যান্য কোনো ডিগ্রী কোর্সের পাঠরত পড়ুয়া হয়ে থাকেন; তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সকলকে ‘SBIF Asha Scholarship Program 2024’ সম্পর্কে জানাবো।
▪ SBIF Asha Scholarship Program 2024 কী? ; এটি একটি স্কলারশিপ প্রোগ্রাম যেটি মূলত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে চালানো হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘আশা স্কলারশিপ প্রোগ্রামের’ মাধ্যমে প্রতিবছর ভারতের অসংখ্য ছাত্র-ছাত্রীদের তাদের শিক্ষাক্রম অনুযায়ী স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপে সর্বনিম্ন ১৫০০০ টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্য সহ পশ্চিমবঙ্গের সকল ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপ পেতে পারে।
▪ কারা SBIF Asha Scholarship পাবে?
ভারতের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পড়ুয়াদের জন্যই আশা স্কলারশিপ প্রোগ্রাম খোলা রয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে একেবারে MBA করতে থাকা শিক্ষার্থীরাও এই স্কলারশিপের সুবিধা পেতে পারে। তবে তাদের প্রত্যেকের জন্যই আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে।
▪ ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর জন্য ;
পশ্চিমবঙ্গের ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কলারশিপের সুবিধা নিতে চাইলে তাদের-
• অবশ্যই স্কুলে পাঠরত থাকতে হবে,
• বিগত বছরের পরীক্ষায় অবশ্যই অন্ততপক্ষে ৭৫% শতাংশ নম্বর পেতে হবে।
• এবং তাদের পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
▪ যাদের ক্ষেত্রে এই সকল শর্ত পূরণ হবে এবং সঠিকভাবে আবেদন করবে; সেই সমস্ত প্রার্থীদের এই স্কলারশিপ থেকে মোট ১৫,০০০ টাকা দেওয়া হবে।
▪ আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য ;
পশ্চিমবঙ্গের যেসমস্ত পড়ুয়ার বর্তমানে আন্ডার গ্রাজুয়েট কোর্স এবং কোনো এক শাখায় পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে রয়েছেন; তারাও এই স্কলারশিপের সুবিধা পাবেন। তাদের জন্য বলা হয়েছে-
• শিক্ষার্থীদের অবশ্যই বর্তমানে পাঠরত পড়ুয়া হতে হবে।
• শিক্ষার্থীকে অবশ্যই বিগত সেমেস্টার বা একাডেমিক ইয়ারে অন্ততপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে।
• শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় অবশ্যই ৬ লক্ষ টাকার মধ্যে হবে।
• সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু অবশ্যই ‘NIRF এর Top 100 Institutions Ranking’ লিস্টের মধ্যে থাকতে হবে।
• শিক্ষার্থীর ক্ষেত্রে যদি এই সকল শর্ত পূরণ হয় এবং তারা সঠিকভাবে আবেদন করেন ;
▪ তাহলে SBIF Asha Scholarship থেকে আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টরা মোট ৫০,০০০ হাজার টাকা এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা মোট ৭০,০০০ টাকা স্কলারশিপ হিসেবে পাবেন।
▪ আবেদন পদ্ধতি এবং আবেদনের তারিখ ; SBIF আশা স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের ‘Buddy4Study’ ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে নিজের নাম মোবাইল নম্বর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড সহ একটি একাউন্ট ক্রিয়েট করে নিন। এরপর দ্বিতীয় ধাপে ‘লগইন’ করে ধীরে ধীরে আবেদন করুন।
▪ আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৪
বিষয় | লিঙ্ক সমূহ |
---|---|
বিশদে জানতে | এখানে ক্লিক করুন |
রেজিস্ট্রেশন করার লিঙ্ক | এখানে ক্লিক করুন |
6-12 ক্লাসের আবেদন লিঙ্ক | এখানে ক্লিক করুন |
আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য | আবেদন করুন |
পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের | আবেদন লিঙ্ক |