ভারতীয় রেলে নতুন করে কর্মী নিয়োগ (Railway JE recruitment 2024)। রেলের NTPC এর ভ্যাকেন্সি বার হবার আগেই ভারতীয় রেলে JE পদে ৮ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই আপনি যদি এতে আবেদন করতে চান জেনে নিন বিস্তারিত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা সমূহ।
• পদের নাম: এখানে RRB এর তরফে রেলে junior engineer (JE)
• বিজ্ঞপ্তি নম্বর: CEN 03/2024
• শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সর্বমোট শূন্য পদ সংখ্যা হচ্ছে ৭,৯৫১ টি।
• মাসিক বেতন: যারা রেলের JE পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- থেকে ৪৪,৯০০/- টাকা দেওয়া হবে।
•শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের BE/B. Tech অথবা diploma ইঞ্জিনিয়ার হতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে।
• বয়সসীমা: আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড়া পাবেন।
• নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা, CBT এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
• জব লোকেশন – All over India
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
আবেদন মূল্য:
General / OBC – 500/- টাকা।
SC / ST / EWS – 250/- টাকা।
• আবেদন করার শেষ তারিখ: ২৯/০৮/২০২৪
• আবেদন করুন: Apply Now
Download official notification
আরও পড়ুন: মাসিক ৮৪,০০০/- টাকা বেতনে দেশজুড়ে ইন্ডিয়া ব্যাংকের কর্মী নিয়োগ।