Wednesday, September 18, 2024

৪,৪৬৫ টি খালি পদ, দেশ জুড়ে হাজার হাজার শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরি প্রার্থীর- ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক,ইউনিয়ন ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাংকে চাকরি করার ইচ্ছে রয়েছে ; তাদের জন্যই আজকের এই চাকরির খবর। সম্প্রতি ‘Institute of Banking Personnel Selection‘ (IBPS) ভারতের বিভিন্ন ব্যাংকে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা বিস্তারিত পড়ে দেখতে পারেন।

 

▪ পদের নাম: IBPS এর তরফে বিভিন্ন ব্যাংকে Probationary Officers (PO) এবং Management Trainee (MT) হিসাবে কর্মী নিয়োগ হবে।।

▪ শূন্যপদ সংখ্যা: ভারতের সকল ব্যাংক মিলিয়ে ২০২৪ সালে মোট ৪৪৬৫টি শূন্যপদে IBPS PO এবং IBPS MT নিয়োগ হবে।

▪ মাসিক বেতন: আপনি একজন IBPS PO বা IBPS MT হিসাবে চাকরি পেলে প্রতিমাসে আপনি ৫০,০০০ থেকে ৫৫,০০০ টাকা মাসিক বেতন পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

▪ শিক্ষাগত যোগ্যতা: IBPS PO বা MT পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্র্যাজুয়েট হতে হবে।

• উক্ত ব্যাংক গুলির নাম: 

IBPS

▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।

IBPS Bank age limit

▪ নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের দুটি ধাপে পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।

▪ প্রথমত প্রার্থীদের নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে ১০০ নম্বরের একটি প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। প্রিলিতে যারা পাশ করবে, তাদের আবার-

IBPS exam 1

▪ দ্বিতীয় ধাপে তাদের আবার ২০০ নম্বরের Mains পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় পাস করলেই চাকরি পাবেন।

IBPS Bank exam 2

• পরীক্ষার তারিখ ( exam date): October 2024

পরীক্ষা কেন্দ্র ( West Bengal);

• Asansol, Bardhaman, Berhampur, Durgapur, Hooghly, Kalyani, Greater Kolkata, Siliguri

• পরীক্ষা কেন্দ্র (Assam state);

• Dibrugarh, Guwahati, Jorhat, Silchar, Tezpur

আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। নিচে যে ‘Apply Now’ বাটন রয়েছে ;সেখানে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে যে অফিশিয়াল ওয়েবসাইটে আসবে, প্রথমে সেখানে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করার পরে দ্বিতীয় ধাপে আবার লগইন করুন। এরপর সেখান থেকে IBPS PO / MT পদের জন্য আবেদন করে ফেলুন।

▪ আবেদনের শেষ তারিখ: ১/০৮/২০২৪ তারিখ হতে ২৮/০৮/২০২৪ তারিখ পর্যন্ত।

▪ আবেদন মূল্য: SC/ST & PWD প্রার্থীদের ১৭৫ টাকা এবং বাকি সমস্ত ক্যাটেগরির প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন মূল্য লাগবে।

• আবেদন করুন: Apply Now

Download official notification

Get updates about iBPS exam and admit card details –  (Click here).

আরও পড়ুন: অ্যামাজন ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৫৫,০০০/- টাকা।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo