Foundever কোম্পানি থেকে কর্মী নিয়োগ Google pay, Amazon, Flipkart এর মতো বড় কোম্পানিতে, যোগ্যতা HS/ গ্রাজুয়েশন

যাদের ইচ্ছে রয়েছে ওয়ার্ক ফ্রম হোম জব করার ; তাদের সেই ইচ্ছে পূরণ হতে পারে ‘Foundever’ কোম্পানির মাধ্যমে। Foundever একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা মূলত ‘Work From Home Job‘ দিয়ে থাকে। আমাজন, ফ্লিপকার্ট, মাইক্রোসফট, গুগলের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ফাউন্ড এভার থেকে নিজেদের জন্য কর্মী নিয়োগ করে থাকে। এবার ‘Foundever’ কোম্পানি থেকে ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে ‘Google Pay ‘ তে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কেই বিস্তারিত জানাবো আজকে এই প্রতিবেদনে।

 

▪ পদের নাম: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ দায়িত্ব: কোম্পানিতে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টারি হিসেবে চাকরি পেলে আপনার মূল দায়িত্ব থাকবে কাস্টমারদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যায় তাদের সাহায্য করা বা তাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তাদের যথাযথ ভাবে গাইড করা।

▪ কাজের সময় সীমা; এখানে আপনাকে প্রতি সপ্তাহে ৫ দিন অর্থাৎ মাসে ২০ থেকে ২২ দিন কাজ করতে হবে।

▪ মাসিক বেতন: ইন্টারনেট ভাতা সহ আপনি এখানে প্রতি মাসে অন্ততপক্ষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

 

▪ শিক্ষাগত যোগ্যতা: যদি আপনি বর্তমানে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে যেকোনো বিভাগে গ্রাজুয়েশন কোর্সে পড়াশোনা করতে থাকেন এবং যদি আপনি আপনার গ্রাজুয়েশন শেষ করে থাকেন অর্থাৎ স্নাতক পাশ হয়ে থাকেন; তাহলে আপনি এখানে আপনার করতে পারবেন।

▪ শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিন্তু আপনার অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে এবং বিশেষ করে আপনাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে।

▪ বয়সসীমা: সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়সে আপনি আবেদন করতে পারবেন।

▪ আবেদন পদ্ধতি:  আবেদন করার জন্য প্রথমে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে সরাসরি আবেদনের পেজের চলে যান। এরপর সেখানে নিজের ইমেইল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। এরপর ধাপে ধাপে নিজের নাম ; মোবাইল নাম্বার; যোগ্যতা সহ বাকি গুরুত্বপূর্ণ তথদিয়ে খুব সহজেই আবেদন করে ফেলুন।।

• নিয়োগ প্রক্রিয়া: 

• online assessment/Exam

• Online HR round interview

• Selection process

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে wripo কোম্পানিতে কর্মী নিয়োগ। জব লোকেশন কলকাতা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment