রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট খুশির খবর। দেশের অন্যতম একটি বড় সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB Job Recruitment 2024) তাদের বিপুল আকারে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে করবে PNB। তাই কোন পদে কর্মী নিয়োগ হবে? যোগ্যতা কতো? কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন প্রতিবেদন পদ্ধতি।
• পদের নাম: PNB যে পদটিতে কর্মী নিয়োগ করবে তার হচ্ছে অ্যাপ্রেন্টিস (Apprentice)।
• শূন্যপদ: সব মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ২৭০০টি। যার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা ২ টি।
• মাসিক বেতন: যারা PNB এর অ্যাপ্রেন্টিস পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন এখানে ১০,০০/- থেকে ১৫,০০০/- টাকা দেওয়া হবে।
• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হলেই PNB উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
• বয়সসীমা: এখানে ইচ্ছুক চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩-৫ বছরের বয়সের ছাড় পাবেন।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ ইচ্ছুক: আগ্রহী চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া: যারা অ্যাপ্রেন্টিস সিলেক্ট হবেন তাদের ১ থেকে ১.৫ বছরের ট্রেনিং দেওয়ার পর চাকরিতে নিয়োগ করা হবে। এবং এর আগে তাদের একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে।
• অনলাইন এক্সাম ডেট: ২৮/৭/২০২৪ তারিখ।
• আবেদন মূল্য:
• আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই, ২০২৪।
আবেদন করুন: Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুন: ন্যূনতম যোগ্যতায় Google ইন্ডিয়াতে কর্মী নিয়োগ।