Sunday, November 10, 2024

২৬,০০০ টাকা মাসিক বেতন, কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে অজস্র শূন্যপদে কর্মী নিয়োগ

কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে ( Kolkata Shyama Prasad Mukherjee port) অজস্র শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতন চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ২৬,০০০/- টাকা করে প্রতি মাসে তাদের হবে। অন্যদিকে রাজ্যের ২৩ জেলার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং জেনে নিই আবেদন পদ্ধতি।

 

পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ।

• শূন্যপদ: এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৩৫ টির মধ্যে।

• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা উক্ত পদের জন্য যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন। এর সাথে থাকতে হবে কম্পিউটারের টাইপিং সার্টিফিকেট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: অফিসিয়াল তথ্য অনুযায়ী চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন ২৬,০০০/- টাকা দেওয়া হবে।

• বয়সসীমা: আবেদনকারীদের বয়স ১/০১/২০২৪ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে চাওয়া হয়েছে এখানে।

 

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থেকে আবেদন ফরম ডাউনলোড করে এরপর তা পূরণ করে নিচে দেওয়া ঠিকানা জমা করে দিয়ে আসত হবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

• আবেদন করুন জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জন্ম সার্টিফিকেট, গ্রাজুয়েশন এবং কম্পিউটার টাইপিং সার্টিফিকেট এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি যা ফর্মে লাগাতে হবে এবং বাকি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স ফরমের সাথে জমা করে দিতে হবে।

আবেদন মূল্য: লাগবে না।

• নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।

আবেদন ফর্ম পাঠানো ঠিকানা: Sr. Dy. Secretary-II, SMP, Kolkata, at 15, Strand Road, Kolkata – 700001।

আবেদন ফর্ম ডাউনলোড করুন।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo