কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে ( Kolkata Shyama Prasad Mukherjee port) অজস্র শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতন চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ২৬,০০০/- টাকা করে প্রতি মাসে তাদের হবে। অন্যদিকে রাজ্যের ২৩ জেলার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং জেনে নিই আবেদন পদ্ধতি।
• পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ।
• শূন্যপদ: এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৩৫ টির মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা উক্ত পদের জন্য যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন। এর সাথে থাকতে হবে কম্পিউটারের টাইপিং সার্টিফিকেট।
• মাসিক বেতন: অফিসিয়াল তথ্য অনুযায়ী চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন ২৬,০০০/- টাকা দেওয়া হবে।
• বয়সসীমা: আবেদনকারীদের বয়স ১/০১/২০২৪ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে চাওয়া হয়েছে এখানে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থেকে আবেদন ফরম ডাউনলোড করে এরপর তা পূরণ করে নিচে দেওয়া ঠিকানা জমা করে দিয়ে আসত হবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
• আবেদন করুন জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জন্ম সার্টিফিকেট, গ্রাজুয়েশন এবং কম্পিউটার টাইপিং সার্টিফিকেট এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি যা ফর্মে লাগাতে হবে এবং বাকি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স ফরমের সাথে জমা করে দিতে হবে।
আবেদন মূল্য: লাগবে না।
• নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।
আবেদন ফর্ম পাঠানো ঠিকানা: Sr. Dy. Secretary-II, SMP, Kolkata, at 15, Strand Road, Kolkata – 700001।
আবেদন ফর্ম ডাউনলোড করুন।