ঘরে বসে দিতে হবে ইন্টারভিউ! মাধ্যমিক পাস যোগ্যতায় এয়ারপোর্টে ফের কর্মী নিয়োগ! বেতন ২৪,০০০/- টাকা

দশম শ্রেণী পাস যোগ্যতায় এয়ারপোর্টে চাকরি। হ্যাঁ ঠিকই শুনেছেন ন্যূনতম মাধ্যমিক পাশে AI Airport এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতন ২৪,০০০/- টাকা দেওয়া হবে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের। তাই আপনি যদি AI Airport এ চাকরি করতে চান তাহলে জেনে নিন পদের নাম, বয়স, আবেদনের শেষ তারিখ এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

 

• পদের নাম: AI Airport যে পদে কর্মী নিয়োগ করবে তার নাম হচ্ছে Cum Ramp driver এবং Handyman (Male/ Women) পদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Alasl Post name 1

Alasl Post name 2

• শূন্যপদ: এখানে Cum Ramp driver শূন্যপদ সংখ্যা (১৪) টি। এবং Handyman (Male/ Women) শূন্যপদ সংখ্যা ৬৬ টি।

• শিক্ষাগত যোগ্যতা: এখানে Handyman (Male/ Women) পদের জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। সেই সাথে ইংরেজি ভাষা বুঝতে এবং বলতে জানতে হবে। অপরদিকে Cum Ramp driver পদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রার্থীদের।

• মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Handyman (Male/ Women) পদের মাসিক বেতন ২২,৫৩০- টাকা এবং Cum Ramp driver পদের মাসিক বেতন ২৪,৯৬০ টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: দুটি পদেরই এখানে বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ২৮ বছর। এছাড়াও ST/SC/OBC চাকরি-প্রার্থীরা ৩ এবং ৫ বছরের বয়সের ছাড় পাবেন।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরম ডাউনলোড করে এরপর তা প্রিন্ট আউট করে বের করে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ একটি খামে ভরে নিচে দেওয়া AI Airport এর ঠিকানায় Speed post এর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে চাকরিপ্রার্থীদের ভার্চুয়াল ইন্টারভিউয় নেওয়ার পর তাদের ফিজিকাল টেস্টের পরে চাকরিতে নিয়োগ করা হবে।

• জব লোকেশন – মুম্বাই এয়ারপোর্ট।

• আবেদন মূল্য: ST/SC প্রার্থীদের এখানে কোন আবেদন মূল্য দিতে হবে না। OBC/general দের ৫০০/- টাকা আবেদন মূল্যে চাওয়া হয়েছে।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা এবং পদ্ধতি: খামের একপাশে লিখতে হবে ‘post Applied for ————, ALASI। এরপর অন্য পাশে নিচে দেওয়া ঠিকানা লিখে speed post এর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

2nd Floor,

GSD Building,

Air India Complex,

Terminal-2, IGI Airport,

New Delhi-110037,

 

• আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষকতা যোগ্যতার সার্টিফিকেট পদ অনুযায়ী সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। যেমন Cum Ramp driver পদের জন্য ড্রাইভিং লাইসেন্স এর জেরক্স।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ১২/০৭/২০২৪।

আবেদন ফর্ম ও অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment