প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মখালি রয়েছে ভারতীয় রেলে (Indian railway recruitment)। যাদের শিক্ষাগত যোগ্যতা কম অথচ স্বপ্ন রয়েছে খুবই উচ্চ বেতনের একটি সরকারি চাকরি করার, তাদের জন্য এটা একটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। ভারতীয় রেলের এই নিয়োগ সম্পর্কেই জানতে পারবেন আজকের এই নতুন চাকরির খবরে।
▪ পদের নাম এবং শূন্যপদ: ভারতীয় রেলের যে পদে কর্মী নিয়োগ হবে তা হল টিকেট কালেক্টর। এই পদের জন্য ভারতীয় রেলে মোট ৩০০০ এর মতো শূন্য পদ খালি রয়েছে।
▪ মাসিক বেতন: টিকেট কালেক্টর পদে চাকরি পেলে আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ১৯ হাজার ৫০০ টাকা এবং আপনি সর্বোচ্চ মাসিক বেতন পাবেন ৩৫ হাজার ৪০০ টাকা।
▪ যোগ্যতা: টিকেট কালেক্টর পদে আবেদন করার জন্য খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ভারতের যেকোনো একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনি আবেদন করতে পারেন।
▪ বয়স সীমা: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৩ বছর। তবে এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও SC/ST/OBC/EWS ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হবে।
▪ নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে। প্রথমত আবেদনকারী প্রার্থীদের একটি কম্পিউটার বেসড পরীক্ষা দিতে তবে এবং দ্বিতীয় ধাপে তাদের টাইপিং টেস্ট দিতে হবে। এভাবে প্রার্থী বাছাই করে যোগ্য প্রার্থীদের মূল পদে নিয়োগ করা হবে।
▪ আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অবশ্যই টিকিট কালেক্টর পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে যেহেতু এখনো পর্যন্ত এর অফিশিয়াল বিজ্ঞপ্তি সেই ভাবেও প্রকাশিত হয়নি, তাই এখনই অনলাইন আবেদন লিংক আপনাদের দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিবছর সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং আবেদন শুরু হয়ে যায়। তাই আশা করি এবারও আপনারা জুলাই বা সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে পারবেন।