Wednesday, November 13, 2024

বয়স ১৮ থেকে ৪০ বছর, হলদিয়া বন্দরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

হলদিয়া ডক কমপ্লেক্সে চাকরি খালি রয়েছে। সেখানে নতুন করে বেশ কিছু শূন্য পদে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

 

পদের নাম এবং শূন্যপদ: হলদিয়া ডক কমপ্লেক্সে ৪০টি শূন্যপদে অফিস এসিস্ট্যান্ট (Office Assistant) পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদের কাজ হবে হিন্দি এবং ইংরেজি শব্দ অনুবাদ করা, নতুন ও পুরনো প্রাতিষ্ঠানিক তথ্য সংরক্ষণ করা এবং ডেটা এন্ট্রি সংক্রান্ত অন্যান্য কাজও রয়েছে।

▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীরা সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

▪ যোগ্যতা: অফিস অ্যাসিস্টেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে স্নাতক পাশ হতে হবে। সঙ্গে কোনো টাইপিং কোর্স করা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও যদি আপনার এই ধরনের কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

▪ আবেদন প্রক্রিয়া: যদি উক্ত পদের জন্য আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য আপনাকে সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তির নিজের দিক থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে সেটাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সেটিকে একটি মুখ বন্ধ খামে ভরে খামের উপর ‘“Application for contractual engagement of Office Assistant under HDC’ লিখে, সেটাকে জুলাই মাসের ১৮ তারিখের আগে নিম্নলিখিত ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

The Office of the Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, 6th floor, P.O.: Haldia Township, Dist.: Purba Medinipur, W.B. PIN: 721607.

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: অ্যামাজন ইন্ডিয়াতে ওয়ার্ক ফ্রম ফ্রম যবে কর্মী নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo