লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, অসংখ্য শূন্যপদে ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

অসংখ্য শূন্যপদে ব্যাঙ্ক অফ বরোদায় ( Bank of Baroda recruitment) কর্মী নিয়োগ। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রায় ৮৬০ টি শূন্যপদে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর কর্মী নিয়োগ করতে চলছে ব্যাঙ্ক অফ বরোদা, তাই আপনার যদি স্বপ্ন থাকে যে ব্যাংকে চাকরি করার তাহলে এই সুযোগটি মিস করবেন না। কারণ কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদাতে। চলুন এই সম্বন্ধিত যাবতীয় তথ্য বিস্তারিত জেনে।

 

• পদের নাম: এখানে ব্যাঙ্ক অফ বরোদা যে পদ গুলোতে কর্মী নিয়োগ করবে সেগুলো হচ্ছে Senior Manager, UI/UX Designe, Manager MSME -Sales, Group Head, Private Banker সহ আরও বিভিন্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• বয়সসীমা: উল্লেখিত ও বাকি পদ গুলোর জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হলেই তারা এখানে আবেদনের যোগ্য।

• শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী চাকরি-প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার প্রকাশিত ৮৬০ টি পদের মধ্যে বহু পদ গুলোতে গ্রাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন। এই বিষয়ে যাবতীয় তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থেকে নিতে হবে প্রার্থীদের।

 

• মাসিক বেতন: যারা ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি পাবেন তাদের মাসিক বেতন পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন দেওয়া হবে। এই বেতন ব্যাঙ্ক অফ বরোদার বেতন স্কেল অনুযায়ী প্রদান করা হবে।

Bob post

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২/০৭/২০২৪ তারিখের মধ্যে Bank of Baroda এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। উক্ত ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করলেই পৌঁছে যাবেন। এরপর সেই ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন করে যোগ্যতা অনুযায়ী পদ বেছে নিয়ে অনলাইনে আবেদন করতে হবে ‌

• নিয়োগের প্রক্রিয়া: এখানে চাকরিপ্রার্থীদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

• আবেদন মূল্য: ST/ST/PWD প্রার্থীদের ১০০/- টাকা এবং OBC/general ক্যাটাগরির প্রার্থীদের ৬০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন‌

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আধার অফিসে ওয়ার্ক ফর্ম হোম জব কর্মী নিয়োগ।

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment