Friday, December 13, 2024

যেতে হবে না অফিস! বাড়িতে বসেই চাকরি করে মাসে আয় করুন মোটা টাকা, মাধ্যমিক পাশে করুন আবেদন

যারা বাড়িতে থেকেই কাজ করতে চান অর্থাৎ ওয়ার্ক ফর্ম হোম জব (Work from home Job) করতে চান তাদের জন্য দুর্দান্ত সংবাদ, মাধ্যমিক পাশ যোগ্যতায় ( 10th pass qualification) ভালো বেতনে কর্মী নিয়োগ করেছে একটি বেসরকারি সংস্থা। তাই আপনি যদি বর্তমানে বেকার হয়ে থাকেন এবং ওয়ার্ক ফ্রম হোম জবে আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নামটি হচ্ছে Data Entry / MIS Operator

যোগ্যতা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস বা সমতুল্য পাশ, সাথে কম্পিউটারে ভালো টাইপিং স্কিল এর প্রয়োজন।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে বছরে  ৪,৬২,০০০ বেতন দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন: এখানে নতুন এবং পুরাতন সব প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ( Fresher এবং non Fresher)।

সুবিধা: এখানে যারা চাকরি পাবেন তাদের সপ্তাহে মাত্র ৫ দিন কাজ করতে হবে, বাকি ২ দিন ছুটি। এছাড়াও চাইলে কেউ ফুল টাইম এই চাকরি করতে পারবেন। বাকি সমস্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

 

বয়সসীমা: এখানে বয়সের কোনো সীমা নেই‌। যোগ্যতা থাকলে যে কোন বয়সেই আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আবেদন করার যাবে।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: রেলের কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo