Wednesday, November 13, 2024

রেলে ৪,৬৬০টি শূন্যপদে RPF constable ও SI নিয়োগ, যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস! আবেদন পদ্ধতি জেনে নিন

চাকরি-প্রার্থীদের জন্য বিরাট সুখবর। ভারতীয় রেলে RPF constable এবং RPF SI পদে বিপুল আকারে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি-প্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনটিতে রেলে RPF সংক্রান্ত আবেদন পদ্ধতি সহ বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে। চলুন বিশদে জেনে নেই।

 

 

পদের নাম: RPF constable এবং RPF SI (Sub inspector)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: দুটি পদ মিলিয়েই এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৪,৬৬০ টি। যার মধ্যে RPF constable – ৪,২০৮ টি এবং RPF SI ৪৫২ টি শূন্যপদ রয়েছে।

RPF SI notification

RPF constable notification

যোগ্যতা: এখানে আবেদন করার জন্য RPF constable পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস। এবং RPF SI পদের জন্য স্নাতক পাস।

মাসিক বেতন: এখানে RPF constable এর মাসিক বেতন ২১,৭০০ টাকা এবং RPF SI পদের মাসিক বেতন দেওয়া হবে ৩৫,৪০০ টাকা।

বয়সসীমা: RPF constable এর জন্য ১৮ থেকে ২৮ বছর এবং RPF SI এর জন্য ২০ থেকে ২৮ বছরের বয়সসীমা চাওয়া হয়েছে। তবে ST/SC/OBC প্রার্থীদের ৩-৫ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১৫/০৫/২০২৪ তারিখের মধ্যে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই দুটি পদের জন্য অনলাইনে আবেদন করে দিতে হবে। অনলাইনে আবেদন করার সেই লিংক নিচে দেওয়া হলো।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বয়সের ছাড় পেতে কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড এবং মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট (পদ অনুযায়ী)।

আবেদন মূল্য: জেনারেল ৫০০ এবং ST/SC/OBC দেথ ২৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ( RPF SI)

অফিসিয়াল বিজ্ঞপ্তি (RPF constable)

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: বর্তমানে কি কি চাকরির ফর্ম পূরণ চলেছে? জেনে নিন এক নজরে। Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo