Saturday, July 27, 2024

বেতন ১৯,০০০ টাকা, মাধ্যমিক পাসে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ! জেনে নিন কিভাবে আবেদন করবেন

মাধ্যমিক পাসে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ‌ (India Post Group-C recruitment)। তাই যে সমস্ত চাকরি-প্রার্থীরা দীর্ঘকালীন ধরে একটি ভালো সরকারি চাকরির খোঁজে ছিলেন তাদের জন্য সুখবর। পোষ্ট অফিসে এই পদে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পদের নাম এবং শূন্যপদ: পোস্ট অফিসের এখানে পদের নাম হচ্ছে Staff Car Driver (Ordinary Grade)।

শূন্যপদ: এখানে সর্বমোট শূন্য পদ সংখ্যা রয়েছে ২৭টি। ( UR -14, EWS -1, OBC – 6, SC – 4, ST -2 )

যোগ্যতা: চাকরি-প্রার্থীরা এখানে আবেদন করতে হলে তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে সর্বনিম্ন মাধ্যমিক পাস। সেই সাথে থাকতে হবে গাড়ি ড্রাইভিং লাইসেন্স।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী পোস্ট অফিসের উক্ত পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

বয়সসীমা: এখানে প্রার্থীদের আবেদন করার জন্য ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩-৫ বছর বয়সের ছাড় পাবেন।

নিয়োগ স্থান:

Post office ordinary gard Job locations

নিয়োগ প্রক্রিয়া: এখানে শুধুমাত্র driving Test এর ভিত্তিতে কর্মী নিয়োগ হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহীদের নিচে দেওয়া ঠিকানায় speed Post এর মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ফর্মটি পাওয়া যাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তা পূরণ করতে যথাযথ স্থানে speed Post এর মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Manager

Mail Moto service

Bengaluru – 56001

আবেদন করার শেষ তারিখ: ১৪/০৫/২০২৪।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: ৮ম শ্রেনী পাশে রাজ্যের জেলা আদালতে সুপার নিয়োগ। শেষ তারিখ ১৭/০৫/২০২৪

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo