হাসি ফুটল মধ্যবিত্তদের! অবশেষে এত টাকা কমলো গ্যাসের দাম! জারি হলো নতুন রেট

লোকসভা ভোট শেষ হওয়ার আগেই হঠাৎ করেই কমানো হলো এলপিজি গ্যাসের দাম (LPG Gas Price)। দিল্লি মুম্বাই চেন্নাই এর পাশাপাশি আমাদের বাংলাতেও কমানো হয়েছে এলপিজি গ্যাসের দাম। কোথায়, গ্যাসের উপর কত কাটা কমানো হলো জানতে এই প্রতিবেদনটি বিস্তারিত পড়ে দেখুন।

প্রথমেই বলে দেওয়া ভালো যে সাধারণ গ্যাসের উপর কিন্তু নতুন করে দাম কমানো হয়নি। গ্যাসের দাম কমানো হয়েছে মূলত বাণিজ্যিক গ্যাসের উপর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

শুরুতেই বলে রাখি মুম্বাই, দিল্লি, চেন্নাই সহ দেশে অন্যান্য মহানগর গুলিতে অর্থাৎ মেট্রো শহর গুলিতে গ্যাসের উপর ১৯ থেকে কুড়ি টাকা করে কমানো হয়েছে। প্রথমেই কলকাতায় গ্যাসের উপর কি দাম কমলো সেটা জেনে নিন।

কলকাতায় বাণিজ্য গ্যাসের উপর কুড়ি টাকা কমানো হয়েছে। মে মাসের আগে পর্যন্ত কলকাতায় আগে যে গ্যাস পাওয়া যেত ১৮৭৯ টাকায়, এখন মে মাস থেকে সেই গ্যাস পাওয়া যাবে মাত্র ১৮৫৯ টাকায়। অন্যান্য শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের উপর কমানো হয়েছে ১৯ টাকা।

আবার, দিল্লিতে ১৭৬৪ টাকার গ্যাস পাওয়া যাবে ১৭৪৫.৫০ টাকায়, মুম্বইতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমায়, এখন তার দাম হয়েছে ১৬৯৮.৫০ টাকা। আবার দক্ষিণ ভারতের চেন্নাইতেও বাণিজ্য গ্যাসের উপর দাম কমে যাওয়ায় এখন সিলিন্ডারের দাম কমেছে ১৯১১ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment