মাধ্যমিক/HS পাশ যোগ্যতা! কেন্দ্রের পশু পালন দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া

যারা কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থী আছে তাদের জন্য সুখবর। এবার ন্যূনতম পাস যোগ্যতা মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রের পশু পালন দপ্তরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে মাসিক বেতনে বেশ ভালোই দেওয়া হবে। তাই আপনি যদি এই ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন শেষ পর্যন্ত আমাদের এই প্রতিবেদনটি পড়ুন। এখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।

 

পদের নাম: এখানে উল্লেখ্য পদগুলো হচ্ছে Farming Manager Officer, farming development Officer,  farming inspector পদ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রায় শূন্য পদ সংখ্যা রয়েছে ৫,২৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: এখানে প্রতিটা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। farming inspector ( মাধ্যমিক পাস), farming development Officer ( উচ্চ মাধ্যমিক পাস), Farming Manager Officer (স্নাতক পাস)

 

বয়সসীমা: এখানে যারা আবেদন করতে চান তাহলে বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর।

মাসিক বেতন: পদ অনুযায়ী এখানে মাসিক বেতন farming inspector ( ২২,০০০/-), farming development ( ২৮,০০০/-) এবং farming manager officer ( ৩১,০০০/- টাকা) দেওয়া হবে।

নিয়োগ কারী সংস্থা : NPNL (Bhartiya Pashupalan Nigam Limited)

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আগামী ২/০৬/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।

আবেদন মূল্য: পদ অনুযায়ী ৭০৮ থেকে ৯৪৪ টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে।

আবেদন করুন: ‘Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: রেলের কোচ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ। 

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment