Wednesday, September 18, 2024

গরমের ছুটিতেও শান্তি নেই! এবার অনলাইনে ক্লাস করানো হবে পড়ুয়াদের, নয়া নিয়ম জারি

তীব্র দাবদাহের কারণে সোমবার ২২ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুল গুলোকে ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও গরমের ছুটি ( Summer vacation 2024) ২ মার্চ থেকে পড়ার কথা ছিল। কিন্তু ঊর্ধ্বমুখী পারদ এবং তীব্র দাবদাহের কারণে অনির্দিষ্টকালের জন্য রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল গুলো ছুটি দেওয়া হয়েছে। তবে এবারে শোনা যাচ্ছে যে পরীক্ষার সিলেবাস শেষ না হওয়ার জন্য গরমের ছুটির মধ্যেও অনলাইনে ক্লাস করানো হবে পড়ুয়াদের।

রাজ্যের বিভিন্ন স্কুলে অনলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে বলে খবর। সাধারণত করোনা অতিমারির সময় অনলাইনে ক্লাস করানো মতো সেই আবহাওয়া তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল গুলোতে। তাহলে কি এই বারে এক্সট্রা গরমের ছুটি মাটি হয়ে যাবে পড়ুয়াদের। তাদের কি স্যতি স্যতি অনলাইনে ক্লাস করতে হবে পড়ুয়াদের? কি জানা গেল শিক্ষা দফতর থেকে? চলুন জেনে নিই।

School Students boy's

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কলকাতা শহর সহ বাংলার বহু জেলার পারদ এখন ঊর্ধ্বমুখী। এই গরমের যাতে পড়ুয়ারা অসুস্থ হয়ে না পড়ে এর জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে। এ জন্য সোমবার থেকে রাজ্যে গরমের ছুটি চলছে। কিন্তু এই গরমের ছুটির মধ্যেও শ্যামনগরের সেন্ট জেমস স্কুল ও সেন্ট অগাস্টিন ডে স্কুল পড়ুয়াদের অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছে। পাশাপাশি রাজ্যের একদিক স্কুল যেমন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুলের মতো সরকারি স্কুলগুলির পড়ুয়াদের অনলাইন ক্লাস করাচ্ছে। জানা গেছে যে মূলত সিলেবাস শেষ না হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে স্কুলগুলি।‌

তবে রাজ্যের বাকি স্কুলগুলো অনলাইন ক্লাস করাবে কিনা সেটা সেই স্কুল কর্তৃপক্ষের উপর নির্ভর করছে।

আপনার জন্য
WhatsApp Logo