দিতে হবে না কোন পরীক্ষা, লিখিত পরীক্ষা ছাড়াই জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা NHPC ( National Hydroelectric Power Corporation) এর তরফ থেকে বেশ কিছু পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে রাজ্যে তথা দেশের যেকোনো প্রান্ত থেকে যোগ্য চাকরি-প্রার্থীরা কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরীর জন্য আবেদন করতে পারবেন।

তাই আপনি যদি এখানে চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি। এখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম এবং শূন্যপদ: NHPC দ্বারা যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে civil engineer (২), Electrical (২), Mechanical (২), IT/Computer Science (১), Civil (১), Electrical (৬), Mechanical (২), Computer Science (১)

NHPC Post category

শিক্ষাগত যোগ্যতা: উপরে উল্লেখিত এসব পদের জন্য প্রার্থীদের গ্রেজুয়েশন এবং ডিপ্লোমা পাস চাওয়া হয়েছে।

মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন বৃত্তি বাবদ দেওয়া হবে, অর্থাৎ ৯,০০০ টাকা ৮,০০০ টাকা বৃত্তি বাবদ মাসিক বেতন দেওয়া হবে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের।

বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে চাকরি-প্রার্থীরা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই NHPC দ্বারা জারি করা এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: আগ্রহী চাকরি-প্রার্থীদের ১৪/০৪/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে। এছাড়াও আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

 

নিয়োগ প্রক্রিয়া: এখানে চাকরি-প্রার্থীরা ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Senior Manager (HR),

Baira Siul Power Station (NHPC Ltd.),

Surangani, Tehsil-Salooni,

Dist.-Chamba-176317 (Himachal Pradesh)

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: ৮ম শ্রেণী পাসে রাজ্যে প্রচুর গ্রুপ ডি পদে চাকরি

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment