Saturday, February 8, 2025

খুশির খবর‌ চাকরিপ্রার্থীদের জন্য! উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ করছে কেন্দ্রর এই সংস্থা, বেতন ১৯,০০০/-

কেন্দ্রীয় সংস্থায় ক্লার্ক পদে কর্মী নিয়োগ (Clerk Job Recruitment 2024)। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। মাসিক ১৯,০০০ টাকা আপনি যদি কেন্দ্রীয় সংস্থা ক্লার্ক পদে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। কারণ এখানে ক্লার্ক পদে আবেদনের পদ্ধতির সহ সমস্ত তথ্য আলোচনা করা হবে। চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেই।

পদের নাম: এখানে পদের নাম হচ্ছে lower division clerk এবং upper division clerk Post.

শূন্যপদ: মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৫ টি। UR- ৪টি, OBC – ১‌টি

Clerk Job Recruitment 2024 ICMR

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড (30 WPM)। জানতে হবে।

নিয়োগকারী সংস্থা: ICMR – National Institute of Occupational Health।

চাকরি ধরন: Govt. job

 

বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর।

মাসিক বেতন: এখানে lower division clerk পদের মাসিক বেতন হচ্ছে ১৯,০০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা এবং upper division clerk পদের বেতন হচ্ছে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে ৩০/০৪/২০২৪ তারিখের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে প্রদান করা হলো। সেখানে গিয়ে সরাসরি আবেদন করা যাবে।

আবেদন মূল্য: এখানে কোন আবেদন মূল্য লাগবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মাসিক ১৮,০০০ টাকা বেতন HDFC ব্যাংকে কর্মী নিয়োগ।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo