শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় দক্ষিণ-পূর্ব রেলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন স্টেশনের জন্য টিকিট ক্লার্ক নিয়োগ হবে। এবার যাদের রেল দপ্তরে কাজ করার ইচ্ছে রয়েছে,,তারা দেখে নিন কিভাবে, কোথায় এবং কত তারিখ পযর্ন্ত আবেদন করা যাবে।।
পদের নাম: অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ATVM মেশিনের জন্য Facilitator পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের কাজ হলো- যে সমস্ত রেলযাত্রী থাকবেন তাদের এই মেশিন থেকে টিকিট কেটে দিতে হবে।
শূন্যপদে সংখ্যা: নিয়োগ হবে দক্ষিণ-পূর্ব রেলের Adra(N) ডিভিশনে ২ টি এবং, বাঁকুড়া, পুরুলিয়া, গড়বেতা এবং চন্দ্রকোনা রোড- এসব স্টেশনে ১ জন করে Facilitator নিয়োগ করা হবে।
আবেদনের বয়স সীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ বয়সসীমার কোনো বাধা-ধরা নেই। ১৮ বছরের মধ্যে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা: যেহুতু গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ হবে, তাই আবেদন করার জন্য বেশি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। সরকার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে অন্ততপক্ষে দশম শ্রেণি বা মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।।
আবেদন পদ্ধতি: যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের কিন্তু আবেদন করতে হবে অফলাইনে। অফলাইনের আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র সংগ্রহ করে, তা A4 সাইজ পেজে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর তা সঠিকভাবে সঠিক তথ্যসহ পূরণ করে ‘Sr. Divisional Commercial Manager/Adra ।’ ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অফলাইন আবেদন করার শেষ তারিখ হল ৩১ শে মার্চ।।
আবেদন মূল্য: আবেদন করার ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের ২৫ হাজার টাকা জমা করতে হবে। তবে পরবর্তীতে এই ২৫ হাজার টাকা প্রার্থীরা ফেরত পাবেন।।
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন ফর্ম ডাউনলোড করুন: ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: ৯,১৪৪ টি শূন্যপদে রেলে নিয়োগ বিজ্ঞপ্তি জারি। শেষ তারিখ ৯/০৪/২০২৪