যখন স্কলারশিপের (Scholarship) কথা বলা হয় তখন আমাদের মাথায় স্বামী বিবেকানন্দ উত্তর কন্যা ঐক্য শ্রী স্কলারশিপের কথাই মাথায় আসে কিন্তু এই স্কলারশিপ গুলো ছাড়াও যে দেশে কিছু বেসরকারি স্কলার্শিপ রয়েছে এবং সেগুলো যে বেশি একটা মোটা অংকের টাকা দিয়ে থাকে সেই বিষয়টা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীই জানে।
আজকের এই প্রতিবেদন আমরা সেরকম একটি স্কলারশিপ সম্পর্কে জানাবো। কোন স্কলারশিপ? কারা পাবে? এসব জানার আগে এটা জেনে নিন যে এই স্কলারশিপ পেতে কী কী শর্ত পূরণ করতে হবে। শর্ত বলতে এটাই যে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, পারিবারিক আয় ৩ লক্ষ টাকার নিচে হতে হবে, সেই সাথে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই আবেদন করা যাবে Punjab National Bank Scholarship-এ।
এবার প্রশ্ন আসে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্কলারশিপে ঠিক কত টাকা পাওয়া যায়? উত্তর হচ্ছে যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠক তাদেরকে ১০ হাজার, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১২ হাজার,ডিপ্লোমা কোর্সের স্টুডেন্টদের ২৫ হাজার এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের ৩০ হাজার এবং যারা পোস্ট গ্রাজুয়েট করছেন, তাদের সর্বোচ্চ ৪০ হাজার টাকা দেওয়া হয়।
অন্যান্য সরকারি স্কলারশিপের আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্র থাকা প্রয়োজন,সেই নথিপত্রের প্রয়োজন হবে PNB স্কলারশিপের ক্ষেত্রে। www.vidyabharatialumni.org ওয়েবসাইট ভিজিট করে অনলাইন রেজিস্ট্রেশন করার পর, এই ওয়েবসাইট থেকেই সরাসরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। তবে হ্যাঁ যারা ইতিমধ্যেই কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পেয়ে গেছে, তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না।।