Tuesday, December 10, 2024

মাসিক বেতন ১৯,০০০ টাকা, উচ্চমাধ্যমিক পাশে কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

আপনি কি একজন চাকরিপ্রার্থী? আপনার শিক্ষাগত যোগ্যতা কি উচ্চমাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য রয়েছে একটি আনন্দের সংবাদ। সম্প্রতি কলকাতা জাদুঘর তাদের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নারী এবং পুরুষ উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য।

পদে নাম এবং শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে পদের নাম Office Assistant Gr. III এবং Technical Assistant-A (Civil)। শূন্যপদ সংখ্যা রয়েছে ৬ টি।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেই সাথে তাদের typing সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: চাকরিপ্রার্থীদের জাদুঘরের দুটি পদের জন্য মাসিক বেতন এখানে ভিন্ন ভিন্ন দেওয়া হবে। Office Assistant Gr. III পদের মাসিক বেতন শুরুতে ১৯,০০০ টাকা এবং Technical Assistant-A (Civil) পদের মাসিক বেতন শুরুতে ২৯,২০০ টাকা দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হলেই তারা উক্ত দুটি পদের জন্যই আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এখানে অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহ তা পূরণ করে পোষ্ট অফিসের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে ১১/০৩/২০২৪ তারিখ।

আবেদন মূল্য: এখানে আবেদন মূল্য বাবদ চাকরি-প্রার্থীদের ৮৮৫ টাকা দিতে হবে। এই টাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ব্যাংক একাউন্টে আবেদন করার পর পাঠিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কম্পিউটার typing সার্টিফিকেট।

আবেদন পাঠানোর ঠিকানা: National Council of Science Museums, 33 Block-GN, Sector-V, Bidhan Nagar, Kolkata-700 091

Bank account details of kolkata museum application fee deposit

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: পোষ্ট অফিসে ১৯,০০০ টাকা বেতনে চাকরি

আপনার জন্য
WhatsApp Logo